সদ্যই হয়ে গেল জাহির-সাগরিকার বিয়ের রিসেপশন। সেখানে হাতে হাত ধরে হাজির হয়েছিলেন দেশের এইমুহূর্তের সবচেয়ে চর্চিত জুটি বিরাট কোহলি-অনুষ্কা শর্মা। শুধু একসঙ্গে হাজিরই হননি বিরুষ্কা, ডান্স ফ্লোরও মাতাতে দেখা গিয়েছে এই জুটিকে।





ওয়েডিং রিসেপশনে যেসমস্ত অতিথিরা এসেছিলেন, তাঁরা গতকালের সন্ধেটি দুটি কারণে মনে রাখবেন। কারণ, গতকালের সন্ধেবেলা সকলের নজর আটকে ছিল জাহির-সাগরিকার দিকে। আর দ্বিতীয় কারণ অবশ্যই লাভবার্ডস বিরুষ্কা। গতকালের পার্টির কিছু ছবিও দেখব ইন্সটাগ্রামের সৌজন্যে