১ মিনিট ২৫ সেকেন্ডের ট্রেলার শুরু হচ্ছে রণবীর কপূরের কণ্ঠস্বর দিয়ে। তারপর সঞ্জুবাবার চরিত্রে তাঁর নানা সময়ের লুক। রণবীর গর্বের সঙ্গে বলছেন, তিনি ড্রাগ নিতেন, রাস্তায় থাকতে বাধ্য হয়েছেন, আবার বিশ্বের সবথেকে দামি হোটেলেও থেকেছেন। শেষমেষ জেল।
দেখুন ট্রেলারটি
[embed]
ছবিতে সোনম কপূর রয়েছেন টিনা মুনিমের চরিত্রে। অনুষ্কা শর্মা সাংবাদিক, পরেশ রাওয়াল সঞ্জয়ের বাবা সুনীল দত্ত, মনীষা কৈরালা মা নার্গিস। ভিকি কৌশল সঞ্জুর বন্ধু। এছাড়াও ট্রেলারে দেখা যাচ্ছে দিয়া মির্জা ও জিম সর্ভকে।
২৯ জুন মুক্তি পাচ্ছে সঞ্জু।