মুম্বই: সম্প্রতি সলমন খানের রিয়েলিটি শো বিগ বস ১০-এ এসেছিলেন শাহরুখ খান। আগামী সিনেমা রইস-এর প্রচারের জন্যই সেটে এসেছিলেন কিং খান। দুই খানের সঙ্গে ছিলেন সানি লিওন। দুই খানের সঙ্গে দিওয়ার সিনেমার দৃশ্যের একটি মজাদার অনুকরণে সামিল হলেন সানি। সানি অমিতাভের ভূমিকায় অভিনয় করতে বলেন শাহরুখকে। সলমনকে শশী কাপূরের ভূমিকায়। আর নিজে বেছে নেন মা নিরুপা রায়ের ভুমিকায়। তিনজনই নিজেদের ভূমিকা দারুন উপভোগ করেছেন। শশী কাপূরের ঢঙে কথা বলতে শুরু করেন সলমন। আর শাহরুখ অমিতাভের সেই ব্যারিটোন ভয়েসে কথা বলতে শুরু করেন। দেখুন সেই ভিডিও-