মুম্বই: শিল্পা ও রাজ কুন্দ্রার ছেলে পুঁচকে ভিভান নাকি রণবীর সিংহের বিরাট ফ্যান। দিনকয়েক আগে এক পার্টিতে রণবীরেরই ডান্স নাম্বার নেচে দেখিয়েছে সে। তাই দেখে রণবীর নাকি হিংসেয় নীল হয়ে গিয়েছেন! সত্যি!! [gallery ids="240381"] ভিভানের ‘রামজি কি চাল দেখো’ নাচের ভিডিও করেন তার বাবা রাজ কুন্দ্রা। তারপর তা টুইটারে পোস্ট করেছেন। দেখুন সেই ভিডিও রাজের টুইটের জবাব দিতে দেরি করেননি 'বাজিরাও'। তাতে ভিভানকে হিরো বলে মেনে নিয়েছেন তিনি!