মুম্বই: বিভিন্ন সিনেমায় ‘বেবি ডল’, ‘পিঙ্ক লিপস’, ‘লায়লা ম্যায় লায়লা’-র মতো আইটেম গানে তাঁর নৃত্য ছন্দে মাতোয়ারা হয়েছেন দর্শকরা। এবার আগামী সিনেমার জন্য ছেলে সাজলেন সেই অভিনেত্রী। ‘তেরা ইন্তেজার’ সিনেমায় একটি ভূমিকার জন্য এই বদল সানি লিওনের।
নিজের রূপান্তরের এই ছবি ও ভিডিও ট্যুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন সানি। লিখেছেন, ছেলে সাজাটা একেবারেই সহজ নয়। কিন্তু সিনেমার টিম ঠিকঠাকভাবে কাজটা করেছে। সবচেয়ে মজার ব্যাপার যে, ‘আমাকে আমার বাবা ও ভাইয়ের মতো দেখতে লাগছে’।





নিজের মেক-আপ ম্যানকে এই রূপবদলের জন্য ধন্যবাদ জানিয়েছেন সানি। ‘তেরা ইন্তেজার’ সিনেমার একটি গানের দৃশ্যের জন্য সানির এই রূপবদল।
সানি, আরবাজ খান, গউহর খান ও আর্য বব্বর অভিনীত সিনেমাটি ২৪ নভেম্বর মুক্তি পাবে।