নয়াদিল্লি: ‘কালা চশমা’-র ‘বার বার দেখো’ গানটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। ‘পার্টি সং’ হিসেবে এরমধ্যেই ভালোরকম সাড়া ফেলেছে ক্যাটরিনা কাইফ ও সিদ্ধার্থ মালহোত্র অভিনীত এই গানের ছন্দ। এবার সেই ছন্দেই কিনা নাচ করতে দেখা গেল যোগগুরু রামদেবকে!!!
গোটা ভিডিওটিই অ্যানিমেশন দ্বারা নির্মিত। রামদেবের বিভিন্ন মুহূর্তের ছবি একসঙ্গে করে তৈরি করা হয়েছে এই মজার ভিডিও। সম্প্রতি এই গানটির ওপরই সানি দেওয়ালকে নিয়ে তৈরি এমনই একটি প্যারোডি ভিডিও ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখুন নাচের চালে রামদেবের যোগ-শিক্ষণ:


ক্যাটরিনা ও সিদ্ধার্থ অভিনীত আসল গানের ভিডিও: