নয়াদিল্লি: রানি চট্টোপাধ্যায়ের নাম বাঙালিরা বিশেষ না জানলেও ভোজপুরি ছবির তিনি পরিচিত মুখ। ফেসবুকে রানি নিয়মিত পোস্ট করে থাকেন মজাদার সব ভিডিও। এবার একটি ডায়ালগ ডাবস্ম্যাশ করার ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। দেশি পোশাকে রয়েছেন রানি, গা ভর্তি গয়না। সেখানেই কেউ তাঁকে 'মোটা' বলছে, দেখে নিন তাঁর প্রতিক্রিয়া। [embed]https://www.facebook.com/ImRaniChatterjee/videos/1937126909933214/%20[/embed] ২০০৪ সালে সসুরা বড়া পইসাওয়ালা ছবির মাধ্যমে ভোজপুরি ছবিতে পা রাখেন রানি। ছবিটি ব্লকবাস্টার হিট  হয়। এরপর সীতা, রানি নাম্বার ৭৮৬, গঙ্গা যমুনা সরস্বতী, নাগিন-এর মত বহু ছবি করেছেন তিনি।