মুম্বই: প্রিয়ঙ্কা চোপড়া জানিয়েছেন, নায়িকাদের যৌন নিগ্রহে অভিযুক্ত হার্ভে ওয়েনস্টাইনরা শুধু হলিউডে নয়, বলিউডেও ছড়িয়ে আছেন। এবার একই কথা বললেন আর এক অভিনেত্রী রিচা চাধা। তাঁর অভিযোগ, বলিউডে কাজ করতে আগ্রহী মেয়েদের নিয়মিত অসংখ্য ওয়েনস্টাইনের মুখোমুখি হতে হয়। যতদিন না তাঁরা নিজেদের পায়ের তলায় মাটি খুঁজে পান, ততদিন সয়ে যাওয়া ছাড়া আর উপায় নেই।


রিচার কথায়, যেভাবে আমরা নিঃশ্বাস নিই, তেমনই স্বাভাবিকভাবে বলিউডে যৌন নিগ্রহ ঘটে। কিন্তু মুখ বুজে থাকা ছাড়া উপায় নেই, নাহলে কাজ মিলবে না।

সামনেই মুক্তি পাচ্ছে রিচার আগামী ছবি ফুকরে রিটার্নস। তাঁর দাবি, ছবির প্রচারের জন্য তিনি সময় বেছে এখনই এ ধরনের মন্তব্য করেছেন ভাবলে ভুল হবে। কোয়েন্টিন ট্যারান্টিনো বরং বলুন, এতদিন তিনিই বা চুপ করেছিলেন কেন। কোয়েন্টিন ট্যারান্টিনো হলিউডের বিখ্যাত পরিচালক, যিনি স্বীকার করেছেন, তাঁর বান্ধবী সহ বহু অভিনেত্রী ওয়েনস্টাইনের বিরুদ্ধে তাঁর কাছে অভিযোগ করা সত্ত্বেও তাঁর সঙ্গে কাজ করে গিয়েছেন তিনি।

রিচা অবশ্য বলেছেন, তাঁর নিজের সঙ্গে ঘটেছে এমন কোনও নির্দিষ্ট ঘটনার কথা বলেননি। তবে তাঁর অভিযোগ, অল্পবয়সী, উঠতি অভিনেত্রীরা ক্ষমতাসীনদের হাতে নিয়মিত নিগ্রহ সহ্য করেন। ফলে তাঁরা নিজেরাই একে অপরকে সাবধান করেন, বলে দেন, কার কাছাকাছি গেলে বিপদ হতে পারে। এভাবেই বলিউডের মেয়েরা বাঁচিয়ে চলেন নিজেদের।

তাঁর বক্তব্য, অপরাধীদের চিহ্নিত করে মুখোশ খুলে দেওয়া উচিত। অপরাধের যিনি শিকার, তাঁকে লজ্জা দেওয়া বন্ধ করা হোক। দেখা হোক, মেয়েরা যাতে সম্মানের সঙ্গে নিজের অভিজ্ঞতার কথা বলতে পারেন, যাতে তাঁদের অপমানিত না হতে হয়।

তবে ৫০ বা ৬০-এর দশকের থেকে এখন বলিউডে যৌন নিগ্রহ কমেছে বলে তাঁর দাবি।