কলকাতা: অভিষেকের পরিচালনায় আসছে নতুন ওয়েব সিরিজ চক্র। ওয়েব সিরিজটি মূলত থ্রিলারধর্মী। মুখ্য চরিত্রে রয়েছেন সাহেব ভট্টাচার্য্য, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় (Anindya Pulak Banerjee), পৌলমী দাস (Paulami Das), জন ভট্টাচার্য ও অন্যান্য অভিনেতারা। ওয়েব সিরিজটি মুক্তি পাবে ডিজিপ্লেক্সে। 


নতুন ওয়েব সিরিজ চক্র


কাহিনীর প্রেক্ষাপট কিছুটা এমন। অর্চিনগর নামে একটি জায়গায়, রাজনৈতিক নেতা অজয় শর্মার এই সিরিজের অন্য়তম চরিত্র। নিজের ক্ষমতা দিয়ে সবকিছুকে নিজের হাতের মধ্যে আনতে চায় সে। অবলীলায় সে হয়ে ওঠে এলাকার ভগবানজি।


 তাঁর অন্ধকার অতীতকে আড়ালে রেখে ক্ষমতা ও রাজনৈতিক পদ হাসিল করার লক্ষে তিনি হাজারও অপরাধ করে চলে এই অজয় শর্মা। তাঁর এই অপরাধের ধারক ও বাহক হিসাবে তিনি পাশে পান তাঁর ছেলে মহেন্দ্রকে, যে একজন দেহ ও মাদক ব্যবসায়ী। পরিবারের ব্যতিক্রম শুধু অজয়ের মেয়ে। 


অজয়ের সঙ্গে তার বিরোধীপক্ষের দলনেতার সমস্যা, পরে অজয়, তার দুই সন্তানের আকস্মিক মৃত্য, ও সেই অস্বাভাবিক ঘটনাগুলির তদন্ত করতে আসা পুলিশ অফিসারের কিছু অনন্য অভিজ্ঞতা নিয়ে দানা বাঁধছে এই সিরিজের কাহিনী। 


আরও পড়ুন: শূন্য চেয়ারে রইলেন সৌমিত্র, স্বাতীলেখা, ঘিরে থাকল 'বেলাশুরু' পরিবার


এই সিরিজের বিষয়ে পরিচালক অভিষেক বলছেন, 'চক্র হল এমন একটি ওয়েব সিরিজ, সেখানে শুরু থেকে শেষ অবধি একটা টানটান উত্তেজনা, একটা রহস্য রয়েছে। সিরিজের শেষটাও খুব অন্যরকম হতে চলেছে। গোটাটাই পুরোপুরি অন্য ধরনের একটা গল্প। আশা করি, দর্শকদের ভালো লাগবে।'


অন্যদিকে নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। স্বাধীনতার পরবর্তী সময় একরাশ স্বপ্ন নিয়ে তৈরি এই বলিউড (Bollywood) সেই বলিউডের শুরুর ইতিহাসকে তুলে ধরবে। যদিও পুরোটাই কাল্পনিক। ছবির চিত্রনাট্যে তৈরি করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে ও সৌমিক সেন। ২৯ তারিখ রাতে প্রযোজনা সংস্থার তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছিল অভিনেতার লুক। এরপর নিজের লুকের ছবি নিজেই পোস্ট করেন বুম্বাদা। 


হাতে চুরুট, আধো অন্ধকারে একটি সোফায় বসে রয়েছেন প্রসেনজিৎ। তাঁর চোখে গভীর চাহনি। সোশ্যাল মিডিয়ায় এই লুক প্রকাশ করেছেন অভিনেতা নিজেই।