কথা হল ২ পরিবারের, সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে বিয়ে রণবীর-দীপিকার
ABP Ananda, Web Desk | 31 Mar 2018 12:24 PM (IST)
মুম্বই: রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনের বিয়ের তারিখ প্রায় পাকা হয়ে গেল। দুই শিল্পীর বাবা মা একসঙ্গে বসে এ বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে চারটে তারিখ আপাতত ঠিক করেছেন। দীপিকা তাঁর মা উজ্জ্বলা ও বোন অনিশার সঙ্গে বিয়ের কেনাকাটা করছেন পুরোদমে। জানা গিয়েছে, বিয়ে হবে অত্যন্ত গোপনে, হিন্দু ঐতিহ্য অনুযায়ী। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের লোকজন ছাড়া আর কেউ থাকবেন না অনুষ্ঠানে। তারপর রিসেপশন হবে কিনা সে ব্যাপারে রণবীর, দীপিকা কেউ এখনও সিদ্ধান্ত নেননি। বিয়ে দেশে হবে না এখনকার হালচালমত বিদেশে, এখনও ঠিক হয়নি। যেমন ঠিক হয়নি, কার তৈরি পোশাক পরবেন দীপিকা। জানুয়ারিতে পদ্মাবত মুক্তির সপ্তাহখানেক আগে রণবীর ও দীপিকার বাবা মা তাঁদের বিয়ের ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা সারেন বলে খবর। তখন রণবীরের বাবা মা সব্যসাচীর একটি শাড়ি উপহার দেন দীপিকাকে। রণবীর বা দীপিকা কেউই বছর শেষে কোনও ছবির কাজ হাতে রাখছেন না।