অনুষ্কা ও সাক্ষী ধোনি ছোটবেলার বন্ধু?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Nov 2017 01:44 PM (IST)
ছবি ট্যুইটার থেকে নেওয়া
নয়াদিল্লি: ভারতীয় দলের প্রাক্তন ও বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহলির সম্পর্কের রসায়ন সকলেরই নজর কাড়ে। তাঁরা দুজনে একে অপরের বন্ধু। মাঠে দুজনের পার্টনারশিপে ভারত একাধিকবার জয় পেয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে, যার থেকে জানা গিয়েছে যে, ধোনির পত্নী সাক্ষী ধোনি ও কোহলির প্রেমিকা অনুষ্কা শর্মা প্রকৃতপক্ষে ছোটবেলার বন্ধু। গত বৃহস্পতিবার একটি ফ্যান ক্লাব সাক্ষী ও অনুষ্কা পুরানো দিনের কয়েকটি ছবি পোস্ট করে। এগুলির মধ্যে দুটি স্কুলের। অন্য দুটি সাক্ষী ও অনুষ্কা যখন কিশোরী ছিলেন, তখন গ্রুপ ফটোতে দেখা যাচ্ছে তাঁকে। আর এই ছবি দেখে উচ্ছ্বসিত ট্যুইটারেটিরা। জানা গেছে, স্কুলজীবনে সময় সাক্ষী ও অনুষ্কা দুজনেই অসমের মার্ঘারিটার সেন্ট মেরিজ স্কুলে পড়াশোনা করেছেন। অনুষ্কার বাবা সামরিক বাহিনীতে ছিলেন। তাই সারা দেশেই তাঁকে যেত হত। সেই সূত্রেই ধোনির স্ত্রীর সঙ্গে পরিচয় ঘটে অনুষ্কার।