WB Election 2021 Live updates: WB Election 2021 Live : ‘আসল পরিবর্তন আর মাত্র একমাস দূরে’, জয়নগরের সভায় মোদি

দ্বিতীয় দফার নির্বাচন চলাকালেই রাজ্যে ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জয়নগরে সভায় ভাষণ মোদির।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 01 Apr 2021 02:59 PM

প্রেক্ষাপট

 কলকাতা:  দ্বিতীয় দফার নির্বাচন চলাকালেই রাজ্যে ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জয়নগরে সভায় ভাষণ দিচ্ছেন মোদি। নন্দীগ্রাম সহ রাজ্যের ৩০ আসনে ভোট চলার মধ্যেই মোদির সভা।...More

WB Election 2021 Live : আসল পরিবর্তন আর মাত্র একমাস দূরে, দাবি মোদির

মোদি বলেছেন,  ‘দিদি বাংলার কৃষকদের জন্য ভাবেননি, ক্ষতি করেছেন। ২ মে বিজেপির সরকার গঠনের পরই কৃষক প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। ৩ বছরের বকেয়া টাকাও কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। মৎস্যজীবীদের শুধুমাত্রা তোলাবাজি দিয়েছেন দিদি।আসল পরিবর্তন আর মাত্র একমাস দূরে।’