কলকাতা : মিলল 'সুদিন'-এর খোঁজ। গানওয়ালাদের ডাকে পাওয়া গেল সাড়া। ক্যান্সার আক্রান্ত তাপস দাস তথা বাপি দাসের চিকিৎসার জন্য এগিয়ে গেল রাজ্য সরকার (West Bengal Government)। রাজ্যের অন্যতম সেরা স্বাস্থ্য প্রতিষ্ঠান এসএসকেএমে (SSKM) ভর্তি করা হয়েছে তাঁকে। ক্যান্সার আক্রান্ত মহীনের ঘোড়াগুলির সদস্য তাপস তথা বাপি দাসের চিকিৎসা শুরুও হয়েছে। সোশ্যাল মিডিয়ায় যে খবর সঙ্গীতপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রূপম ইসলাম।


ক'দিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সঙ্গীতমেলার একটি ভিডিও। যেখানে হুইলচেয়ারে বসে নাকে রাইলস টিউব ও হাতে চ্যানেল লাগানো অবস্থায় গান গাইতে দেখা গিয়েছিল তাপস দাসকে। মহীনের ঘোড়াগুলির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যের গান-ভালবাসা যেমন প্রশংসিত হয়েছে, তেমনই তাঁর ভগ্ন স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েন অনেকেই। জানা যায়, ক্যান্সার আক্রান্ত হয়েছেন তাপস দাস। যে খবর সামনে আসার পর রূপম ইসলাম, সিধু থেকে অর্ক মুখোপাধ্যায় একাধিক সঙ্গীতশিল্পী তাপস দাসের চিকিৎসার জন্য অর্থ সাহায্য চেয়ে আবেদন করেন। 


বাংলা গানের অন্যতম পরিচিত মুখ রূপম ইসলাম জানিয়েছিলেন, এক রাজনৈতিক দলের তরফে সাহায্য করার জন্য এগিয়ে যাওয়া হলেও সেটা নিতে প্রত্যাহার করেছেন 'বাপি দা'। তবে সঙ্গীতের সঙ্গে যুক্ত সকলকে নিজের সন্তানের চোখেই দেখেন তিনি, তাই তাঁদের থেকে সাহায্য নিয়ে তাঁর আপত্তি নেই বলেও জানিয়েছিলেন তিনি। পাশাপাশি তাঁর পোস্টে এই কথাও বলা ছিল, রাজ্য সরকার যদি চিকিৎসার দায়িত্ব নিতে রাজি হয় সেক্ষেত্রে তাপস দাসের কোনও আপত্তি নেই বলেও জানিয়েছিলেন তিনি।


ইতিমধ্যে বিভিন্ন গানওয়ালাদের পোস্ট করা তাপস দাসের অ্যাকাউন্টে জমা হতে শুরু করে অর্থসাহায্যও। তার মাঝেই গোটা ঘটনার খবর পৌঁছয় রাজ্য সরকারের কাছেও। যার পরই তারা বাড়তি দায়িত্ব কাঁধে তুলে নেয়। রাজ্য সরকারের পক্ষ থেকে মহীনের ঘোড়াগুলির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যের চিকিৎসার সমস্ত দায়িত্ব নেওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন রূপমই। পাশাপাশি এই মুহূর্তে তিনি যে এসএসকেএম হাসপাতালে ভর্তি, সেটাও জানিয়েছেন তিনি।                                                



আরও পড়ুন- রাইলস টিউব-চ্যানেল নিয়েও মঞ্চে মহীনের ঘোড়াগুলির 'তিনি', সাহায্য চাইছেন গানওয়ালারা