মুম্বই: নতুন বছরের প্রথম সপ্তাহেই ফের হাজিরা দিতে হল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez)। ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় ((Rs 200 Crore Extortion Case)) অভিনেত্রীকে ফের ডেকে পাঠিয়েছিল আদালত। এই মামলার তদন্তভার রয়েছে ইডির হাতে। সেই মতোই পাতিয়ালা হাউজ কোর্টে হাজিরা দিতে হল জ্যাকলিনকে।                                               


গত বছর ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জ্যাকলিন এবং রণবীর সিংহ অভিনীত রোম্যান্টিক কমেডি ‘সার্কাস’। বক্সঅফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি এই ছবি। নতুন সিনেমা মুক্তির পরেই বৈষ্ণোদেবীর দরবারে পাড়ি দিয়েছিলেন জ্যাকলিন। তবে সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত কোনও ছবি শেয়ার করেননি তিনি। সংবাদমাধ্যমের নজর এড়িয়েই বৈষ্ণোদেবী পৌঁছন অভিনেত্রী।             


আরও পড়ুন: Super Singer: বিচারকদের আসনে রূপম, শান, মোনালি, নতুন গানের প্রতিযোগিতার মঞ্চ নিয়ে আসছেন যীশু


তবে দর্শন করেই তড়িঘড়ি ফিরে আসতে হয় অভিনেত্রীকে। কারণ তাঁর হাজিরার দিন এগিয়ে আসছিল। এর আগে, গত ২০ ডিসেম্বর, দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে হাজিরা দিতে গিয়েছিলেন। এখনও পর্যন্ত ইডির তরফে সম্পূর্ণ চার্জশিট জ্যাকলিনের হাতে আসেনি। ১৫ নভেম্বর আর্থিক তছরুপের মামলায় জামিনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল জ্যাকলিনের।                                                               


২ লক্ষ টাকার বন্ডে জামিন পেয়েছেন জ্যাকলিন। তবে এখনই দেশের বাইরে যাওয়ার অনুমতি পাননি অভিনেত্রী, তাঁকে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম।  অক্টোবর মাসে জামিন পান অভিনেত্রী।