কলকাতা : বাংলায় শুরু হয়ে গিয়েছে SIR প্রক্রিয়া। মঙ্গলবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে এনুমারেশন ফর্ম। তার আগে সোমবার ফর্ম সংগ্রহ করলেন BLO-রা। এরইমধ্য়ে, পুরো প্রক্রিয়া ঘিরে নানারকম প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে। ভোটারদের মনের এই সব সংশয় নিরসনের জন্য একটি প্রচার ভিডিও তৈরি করেছে নির্বাচন কমিশন। আর তাতে অভিনয় করছেন বাংলা চলচ্চিত্র জগতের তিন উজ্জ্বল মুখ। এই তিন জনপ্রিয় মুখের মাধ্যমেই SIR-মাহাত্ম্য ঘরে ঘরে পৌঁছে দিতে চায় কমিশন। কিন্তু এর জন্য এই তিন অভিনেতাকে দেওয়া হয়েছে কড়া শর্ত। 

Continues below advertisement

SIR-এর প্রচারের সঙ্গে সরাসরি যুক্ত থাকায়, খরাজ মুখোপাধ্য়ায়, নীল ওরফে সুজন মুখোপাধ্য়ায়, এবং বিশ্বনাথ বসু, টলিউডের ৩ অভিনেতা আপাতত  কোনও রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না বলে নির্দেশ দিল নির্বাচন কমিশন। এই প্রচার ভিডিওতে গুপি , বাঘা ও শুণ্ডির রাজার চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে SIR প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত থাকায়, তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত হতে পারবেন না। ইদানিং কালে টালিগঞ্জের বিনোদন জগতের বহু মুখই সরাসরি রাজনীতিতে রয়েছেন। শুধু তাই নয়, টলিউডের ব্যস্ত পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা একই সঙ্গে এ রাজ্যে সামলান বিধায়ক, সাংসদের দায়িত্বও। কিন্তু আপাতত এঁরা তিন জন কোনওভাবেই কোনও দলে নাম লেখাতে পারবেন না।  

কী পদ্ধতিতে এসআইআর হচ্ছে। কীভাবে ফর্ম পাবেন। কীভাবে তা ফিল আপ করবেন, কীভাবে জমা করবেন, সবটাই বর্ণনা করা হয়েছে এই ভিডিওয়। ভোটার তালিকায় নাম থাকা নিয়ে যাঁরা সংশয়ে, তাঁরা এই ভিডিও দেখে অনেক উত্তর পেয়ে যাবেন। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা।  তার আগে, সোমবার একাধিক কেন্দ্র থেকে কিটস ও এনুমারেশন ফর্ম সংগ্রহ করেছেন BLO-রা। আলিপুর ট্রেজারি বিল্ডিং থেকে ফর্ম ও প্রয়োজনীয় নথি সংগ্রহ করেন, দক্ষিণ কলকাতার ৬টি বিধানসভা কেন্দ্রের ১ হাজার ৮০০ জন বুথ লেভেল অফিসার। এঁরাই আপনার বাড়ি বাড়ি ফর্ম নিয়ে পৌঁছে যাবেন। সেই ফর্মই ফিল আপ করতে হবে। কী ভাবে করবেন, তা বলে দেবেন বিএলও-রাও। আগামী বছরের প্রথম দিকে বিধানসভা ভোট হবে এ রাজ্যে।  তাই SIR শুরু হওয়ার অনেক আগে থেকেই তেঁতে উঠেছিল পশ্চিমবঙ্গের রাজনীতি। কিন্তু এই রাজনীতিতে অংশ নিতে পারবেন না ভিডিওয় অভিনয় করা তিন অভিনেতা। এই ৩জন 'SIR' প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত, কোনও রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না কিংবা তাঁদের হয়ে কাজ করতে পারবেন না।      

Continues below advertisement