নয়াদিল্লি: অনলাইনে সিনেমা বা সিরিজ দেখার নেশা রয়েছে? ভীষণ ভালবাসেন 'বিঞ্জ ওয়াচ' করতে। তার মানে নিশ্চয়ই টাকা দিয়ে সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব করা আছে! আচ্ছা ধরুন, যদি এমন হয়, ওটিটি কনটেন্ট দেখার জন্য একটা টাকাও আপনাকে খরচ করতে হল না, তাহলে কেমন হবে? অবাক হচ্ছেন? এরকম বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম আছে যেগুলি বিনামূল্যেই ব্যবহার করা যায়। ভারতে বিনামূল্যে পাওয়া যায় এমন কিছু ওটিটি প্ল্যাটফর্মের তালিকা রইল নিচে।


'টিভিএফ প্লে' (TVF Play OTT)


'টিভিএফ প্লে' এমন একটি ওটিটি প্ল্যাটফর্ম যা বিনামূল্যে ব্যবহার করা যায় একাধিক ওয়েব সিরিজ ও টিভি শো দেখার জন্য। যুবসমাজের জন্য উপযুক্ত সিরিজ ও সিনেমা তৈরি করে এই সংস্থা। যেমন 'গার্লিয়াপ্পা', 'দ্য স্ক্রিন পত্তি', 'দ্য ফান্ডা কারি' ইত্যাদি। হিন্দিতে একাধিক অরিজিন্যাল ওয়েব সিরিজ দেখার জন্য বেশ ভাল প্ল্যাটফর্ম এটি। একটি অত্যন্ত জনপ্রিয় ওয়েব সিরিজ 'কোটা ফ্যাক্টরি' এই প্ল্যাটফর্মে বিনামূল্যে দেখতে পারেন।


'এমএক্স প্লেয়ার' (MX Player)


ভারতে বলিউড সিনেমা, হিন্দি ওয়েব সিরিজ বা টিভি শো দেখার জন্য বেশ জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম এই 'এমএক্স প্লেয়ার'। হিন্দিতে ডাব করা 'কোড ৮'-এর মতো জনপ্রিয় ছবি থেকে শুরু করে 'জুমানজি দ্য নেক্সট লেভেল', 'দ্য উল্ফ অফ ওয়াল স্ট্রিট' ইত্যাদি, বা 'রুহানিয়ত', 'ব্রোকেন বাট বিউটিফুল', 'ধারাভী ব্যাঙ্ক' ইত্যাদি। 


'ক্রাঞ্চিরোল' (Crunchyroll)


'অ্যানিমে' প্রিয় যাঁদের তাঁদের মধ্যে বেশ জনপ্রিয় এই 'ক্রাঞ্চিরোল' ওটিটি প্ল্যাটফর্ম। এটি ফ্রি অ্যানিমে ওটিটি প্ল্যাটফর্ম যা ভারতে পাওয়া যায়। 'ড্রাগন বল সুপার', 'অ্যাটাক অন টাইটান', 'নারুটো শিপ্পুডেন' ইত্যাদি এই প্ল্যাটফর্মে দেকা যায় বিনামূল্যে। এতে টাকা দিয়ে সাবস্ক্রিপশনও নেওয়া যায়, যদিও তাছাড়াও বিজ্ঞাপন সমেত বিনামূল্যে দেখা যাবে সিরিজ বা সিনেমা।


'সোনি লিভ' (Sony Liv)


ভারতীয় ওটিটির বাজারে অপর জনপ্রিয় প্ল্যাটফর্ম সোনি লিভ। এতে প্রায় ৪০ হাজার ঘণ্টারও বেশি কনটেন্ট আছে যার মধ্যে ৭০০-এর বেশি সিনেমা আছে। স্পোর্টস, টিভি শো, অরিজিন্যাল কনটেন্ট, সিনেমা, গান থেকে আন্তর্জাতিক অনুষ্ঠান বা বাচ্চাদের শো, সব মিলবে সোনি লিভে। এই অ্যাপেও আপনি টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে পারেন, তার সাহায্যে প্রিমিয়াম কনটেন্ট দেখতে পাবেন। তবে বিনামূল্যেও অজস্র শো, সিনেমা বা সিরিজ দেখা যায়। 


'ডিজনি প্লাস হটস্টার' (Disney + Hotstar)


বিনামূল্যে ওটিটি প্ল্যাটফর্মের তালিকায় এরপর রয়েছে 'ডিজনি প্লাস হটস্টার'। ভারতে অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ। এতে অবশ্য বিনামূল্যে সবকিছু দেখতে পাওয়া যাবে না। কিছু কিছু বাছাই করা সিনেমা, ওটিটি কনটেন্ট বিনামূল্যে দেখা যায় যাদের মধ্যে 'অর্জুন রেড্ডি', 'মিশন মঙ্গল', 'রেড' বা 'তানহাজি'র মতো ছবি রয়েছে। 


আরও পড়ুন: Koffee With Karan: SOTY থেকে আলিয়াকে বাদ দিতে মরিয়া ছিলেন বরুণ-সিদ্ধার্থ, কেন? ফাঁস করলেন কর্ণ জোহর


'জি ফাইভ' (Zee5)


ভারতে প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্মগুলির অন্যতম। এতে প্রায় দেড় হাজারেরও বেশি সিনেমা বিনামূল্যে দেখতে পাওয়া যায়। রয়েছে বেশ কিছু পুরনো বিখ্যাত টিভি শোও। আগেরগুলোর মতো কোনও সাম্প্রতিক কনটেন্ট ফ্রিতে দেয় না জি ফাইভ, কিছু নির্দিষ্ট পরিমাণ কনটেন্টই বিনামূল্যে পাওয়া যায় এখানে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y