মুম্বই: বলিউড অভিনেত্রী দিশা পাটানি ইন্ডাস্ট্রির এইমুহূর্তে অন্যতম আকর্ষণীয় ডিভাদের একজন। তাঁকে যেমন দেখতে, তেমনই তাঁর অভিনয়। ‘এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’-র সৌজন্যে তিনি বলিউডে পা রেখেছেন। প্রথম ছবিতেই মাত করেছেন দিশা। সম্প্রতি শোনা যাচ্ছে ছবির চরিত্রের প্রয়োজনে নেড়া পর্যন্ত হতে প্রস্তুত তিনি, এবং সেকথা নিজে মুখে জানিয়েছেনও অভিনেত্রী।
সামনেই পর্দায় তাঁকে দেখা যাবে ‘বাঘি-টু’ ছবিতে। সেখানে তাঁর বিপরীতে অভিনয় করার কথা বয়ফ্রেন্ড টাইগার শ্রফের। যদিও বলি অন্দরের খবর, অভিনেত্রীর নানা দাবিদাওয়া রয়েছে। আর তারজন্যে ক্ষুব্ধ ছবির পরিচালক-প্রযোজকরা। সেইজন্যেই নাকি সমস্ত প্রতিভা থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত তেমন কোনও ভাল ছবির অফার নেই দিশার কাছে। তবে ছবির প্রয়োজনে নিজের নেড়া হওয়ার কথা জানিয়ে দিশা বোঝাতে চেয়েছেন, তিনি আসলে কাজের প্রতি কতটা নিবেদিত।
তবে সত্যিই নেড়া হতে হবে না দিশাকে। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ অনুষ্কাকে নেড়া হতে হয়েছিল, তবে সেটা মেকআপের সাহায্যে। চিত্রনাট্য চাইলে হয়তো মেকআপেই নেড়া দেখানো হবে দিশাকে।
এদিকে বলিউডে অভিনেত্রীরা কেন চুলের স্টাইল নিয়ে এখনও পর্যন্ত তেমন কোনও পরীক্ষা করেন না, সেই নিয়ে একটু হলেও অবাক দিশা। মূলত এখানে নায়িকাদের একইসময় একাধিক ছবি ও বিজ্ঞাপনের সঙ্গে চুক্তি থাকে। সেইজন্যে তাঁদের দীর্ঘদিন ধরে একইরকমের লুক মেইন্টেন করতে হয়। কিন্তু চুল নিয়ে একটুআধটু পরীক্ষা সকলেরই করা উচিত বলে মনে করেন দিশা।
সেকী! ছবির জন্যে নেড়া পর্যন্ত হতে রাজি দিশা পাটানি?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Aug 2017 10:35 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -