মুম্বই: ঋষি কপূরের পুত্র, বলিউডের অন্যতম সুপারস্টার রণবীর কপূর বেশ কয়েক সপ্তাহ ধরেই খবরে রয়েছেন। না তাঁর পরবর্তী ছবির জন্যে নয়। নিউইয়র্কের রাস্তায় তাঁকে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে দেখা গিয়েছে, সেই কারণে। তবে সেই সম্পর্কের কারণে বাবা-ছেলের মধ্যে ভাঙন ধরেনি। এই ভাঙনের শুরু আরও অনেক পুরনো কারণে।
একথা সকলেরই জানা ছোটবেলায় রণবীরকে তেমন সময় দেননি ঋষি। সেসময় তাঁর মারাত্মক রাগত্ব ইমেজও জুনিয়র কপূরের মনে নেতিবাচক প্রভাব ফেলেছিল। সেই থেকেই বাবা-ছেলের সম্পর্কের দূরত্ব শুরু। এরপরের ঘটনা সকলেরই জানা, রণবীর তাঁদের পালি হিলের বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকা শুরু করেন। সেই বিষয়টা মোটেই ভাল ভাবে নেননি ঋষি। তিনি প্রথমদিকে ছেলেকে একাধিকবার বাড়ি ফিরে আসতে বলেন। বাবার কথা না শোনায় এবার ঋষি প্রকাশ্য রণবীরকে কটাক্ষ করতে শুরু করেন। সেই ঘটনার পর থেকে যেকোনও পারিবারিক অনুষ্ঠান এড়িয়ে চলেন রণবীর কাজের অজুহাত দিয়ে। তবে এভাবে ছেলেকে কটাক্ষ করে সত্যিই কি সম্পর্কের উন্নতি সম্ভব? সেকথা অবশ্য সময়ই বলবে।
এদিকে সপ্তাহখানেক আগে নো ফিল্টার নেহাতে নিজের পরিবার, বাড়ি সম্পর্কে নস্টালজিক হয়ে যান ঋষি। সেখানে তিনি বারংবারই বলেন, কীভাবে নিজের বাড়িকে তিনি সংসারে বদলাতে চান। তাঁর ছেলেকে ফিরে পেতে চান সেখানে।
ঋষি-রণবীর কপূরের সম্পর্কে ভাঙন-দূরত্ব, কেন জানেন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Oct 2017 12:03 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -