মুম্বই: বলিউডের 'চকলেট হিরো' থেকে মাসেল ম্যান, কলেজ স্টুডেন্ট থেকে রোম্যান্টিক নায়ক, সমস্ত চরিত্রই দক্ষতার সঙ্গে সামলেছেন তিনি। বলিউডের 'মিস্টার পারফেকশানিস্ট' আমির খান বর্তমানে পরিচালকদের অন্যতম পছন্দ। 'কেয়ামত সে কেয়ামত তক' ছবির হাত ধরে প্রথম বলিউডে পা রেখেছিলেন আমির। বক্স অফিসে সাফল্য পেয়েছিল এই ছবি। কিন্তু তারপর একের পর এক ফ্লপ ছবি তাঁকে ঠেলে দিয়েছিল ব্যর্থতার দিকে। এবার নিজের কেরিয়ারের অভিজ্ঞতা নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেতা।
আমির বলছেন, 'কেয়ামত সে কেয়ামত তক' ছবির সাফল্যের পর আমি ৮-৯টি ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলাম। সেইসময় আমি সব পরিচালকদের চিনতাম না। ছবির গল্প দেখেই অভিনয়ে রাজি হই। কিন্তু ছবিগুলি পর পর মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। আমার কেরিয়ার নষ্ট হতে বসেছিল। মনে হচ্ছিল আমি চোরাবালিতে তলিয়ে যাচ্ছি। আমি খুশি ছিলাম না। রোজ বাড়ি ফিরে কান্নাকাটি করতাম।'
অভিনেতা আরও বলেন, 'কেয়ামত সে কেয়ামত তক' ছবির পর আমি কাজ করতে চাইতাম। কিন্তু আমার সমস্ত ছবি ফ্লপ হচ্ছিল। পরিচালকরা অনেকেই সেই সময় আমার সঙ্গে কাজ করতে চাননি। আমার মনে হয়েছিল, আমি ফুরিয়ে গিয়েছি। যে ছবিগুলো মুক্তি পায়নি, সেগুলো নিয়েও আমি আত্মবিশ্বাসী ছিলাম না। সেই সময় দাঁড়িয়েই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, খুব ভালো পরিচালক, ভালো চিত্রনাট্য ও ভালো প্রযোজক না হলে আমি কোনও ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হবো না। সংবাদমাধ্যম সেই সময় আমায় নাম দিয়েছিল ওয়ান ফিল্ম ওয়ান্ডার।'
এর আগে একটি সাক্ষাৎকারে আমির বলেছিলেন, পরিচালক ও ছবির চিত্রনাট্য মন মতো না হলে তিনি কাজ করে আনন্দ পান না। তাই বেছে ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি।
'রোজ বাড়ি ফিরে কাঁদতাম, ভেবেছিলাম, আমি ফুরিয়ে গিয়েছি': আমির খান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Oct 2020 04:43 PM (IST)
'কেয়ামত সে কেয়ামত তক' ছবির হাত ধরে প্রথম বলিউডে পা রেখেছিলেন আমির। বক্স অফিসে সাফল্য পেয়েছিল এই ছবি। কিন্তু তারপর একের পর এক ফ্লপ ছবি তাঁকে ঠেলে দিয়েছিল ব্যর্থতার দিকে। এবার নিজের কেরিয়ারের অভিজ্ঞতা নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেতা।
রাজকুমার হিরানির ‘সঞ্জু’ দেখে কেঁদে ফেললেন আমির খান
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -