মুম্বই : বলিউড অভিনেতা-অভিনেত্রীরা সোশ্যাল মিডিয়ায় অনেকটাই সময় কাটান। এমনটা যে শুধুমাত্র এই প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীরা করে থাকেন, মোটেই তা নয়। বরং, যাঁরা সেই অর্থে আগের প্রজন্মের, তাঁরাও সোশ্যাল মিডিয়ায় কম সক্রিয় নন। আর নামটা যদি, অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) হয়, তাহলে তো কোনও কথাই নেই। বাস্তবের মতোই ভার্চুয়াল জগতেও বিগ-বির অনুরাগীর সংখ্যা লক্ষ-লক্ষ। তাই সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চন কিছু পোস্ট করলে, তা ভাইরাল হতে সামান্যই সময় নেয়।
আরও পড়ুন - Radhe Shyam Update: 'রাধে শ্যাম'-র শ্যুটিংয়ে নায়িকা পূজা হেগড়ের উপর চটলেন প্রভাস? কী ঘটেছে?
এবারও যেমন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সাদা-কালো একটি ছবি পোস্ট করেছেন বিগ বি। ছবিটি ১৯৭৯ সালে মুক্তি পাওয়া 'মিস্টার নটবরলাল' সিনেমার শুটিংয়ের সময়। এই ছবির খানিকটা শুটিং হয়েছিল কাশ্মীরে। সেখানেই সেটে পরের শটের শুটিংয়ের আগের বিরতির সময়টায় ক্রিকেট খেলেছিলেন অমিতাভ বচ্চন। সেই ছবিটায় পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সাদা-কালো ছবিতে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চন হাসিমুখে ক্রিকেট ব্যাট হাতে ব্যাটিং করছেন। ছবির ক্যাপশনে অমিতাভ বচ্চন লিখেছেন, 'শট নেওয়ার আগে যখন প্রস্তুতি চলছিল, তখন ক্রিকেট খেলছিলাম। তবে, ব্যাটটা একটু ছোট ছিল।'
বলাই বাহুল্য এই ছবি ভাইরাল হতে সময় নেয়নি। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে প্রায় সাড়ে সাত লক্ষেরও বেশি লাইক পড়ে গিয়েছে। বিগ বি-র অনুগামীরা কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন। আর নামটা যখন অমিতাভ বচ্চন, তখন তাঁর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে গিয়েছেন শ্বেতা বচ্চন থেকে অঙ্গদ বেদী, করিশ্মা তান্না থেকে রোহিত রায়ের মতো সেলিব্রিটিরাও। অমিতাভ বচ্চন এখন যদিও ব্যস্ত রয়েছেন সোনি টিভির জনপ্রিয় টেলিভিশন শো 'কৌন বনেগা ক্রোড়পতি' নিয়ে। এবার এই জনপ্রিয় শোয়ের ১৩তম সিজন চলছে। প্রসঙ্গত, অমিতাভ বচ্চনকে সম্প্রতি দেখা গিয়েছে গত ২৭ অগাস্ট মুক্তি পাওয়া 'চেহরে' ছবিতে। যে ছবিতে বিগ বি ছাড়াও অভিনয় করেছেন ইমরান হাসমি এবং রিয়া চক্রবর্তীরা। এ ছাড়াও অমিতাভ বচ্চনের হাতে রয়েছে একাধিক ছবির কাজ। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, 'ব্রহ্মাস্ত্র', 'মে ডে' এবং 'ঝুন্ড'। 'দ্য ইনটার্ন'-এর হিন্দি রিমেকে ফের একবার তাঁকে এবং দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে একসাথে স্ক্রিন শেয়ার করতে। 'পিকু' জুটি এই ছবিতেও সাফল্য পাবে, এমনটাই আশা করে রয়েছেন তাঁদের অনুরাগীরা।