তবে জাহ্নবীর প্রথম ছবি মুক্তি পাওয়ার আগে তাঁর পুরনো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, দেবদাস ছবির জন্য শাহরুখ খানের হাতে সেরা অভিনেতার পুরস্কার তুলে দিচ্ছেন ছোট্ট জাহ্নবী। তাঁর সঙ্গে মঞ্চে বাবা বনি কপূর ও অভিনেত্রী প্রীতি জিন্টা। সেরা অভিনেতা হিসেবে শাহরুখের নাম ঘোষণার আগে জাহ্নবীকে তুলে ধরেন বনি। এরপর প্রীতি নাম ঘোষণা করেন। শাহরুখ মঞ্চে আসার পর তাঁকে পুরস্কার দেন জাহ্নবী।