কলকাতা: কাজল (Kajol) ও অজয় দেবগণ (Ajay Devgan) কন্যা নাইসা-র অনুরাগীদের সংখ্যা নেহাৎ কম নয়। হামেশাই বিভিন্ন অনুষ্ঠানে কাজল ও অজয় দেবগণের সঙ্গে দেখা যায় নাইসাকে। কিন্তু তিনি কবে বলিউডে পা রাখবেন, সেই প্রশ্ন ঘুরছে অনেকের মনেই। আর আজ ছিল কাজলের নতুন ছবি 'মা'-এর ট্রেলার মুক্তির দিন। এইদিনে কাজলের সঙ্গে উপস্থিত ছিলেন অজয় দেবগণও। আর এই অনুষ্ঠানেই অজয় আর কাজলের সামনে প্রশ্ন রাখা হল, নাইসা কবে বড়পর্দায় পা রাখছে।
কবে বলিউডে অভিষেক নাইসার?
আজ ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে অজয় দেবগণ ও কাজলের কাছে প্রশ্ন রাখা হয়, নাইসা কবে বড়পর্দায় পা রাখছেন। এর উত্তরে অজয় দেবগণ বলেন, তাঁরা এখনও নিজেরাই জানেন না নাইসা কবে বড়পর্দায় আসছে। যদিও এখন কোনও পরিকল্পনা নেই নাইসার পর্দায় পা রাখার। নাইসা নিজেও চান না এখন বড়পর্দায় পা রাখতে। তিনি বিভিন্ন ফিল্মি পার্টিতে উপস্থিত থাকেন বটে, তবে এখনও পর্যন্ত অভিনয়ে আসার কথা ভাবেননি তিনি। কাজল ও অজয় এও জানান, নাইসা যবে বড়পর্দায় আসার সিদ্ধান্ত নেবে, তখন সে নিজেই সবাইকে জানাবে।
একগুচ্ছ তারকা সন্তান চলচ্চিত্র জগতে যোগ দেওয়ায় সকলের নজর অজয় দেবগণ ও কাজলের মেয়ে নাইসার দিকে। নাইসা সিনেমায় যোগ দেবেন কি না, সদ্য তা নিয়ে মুখ খুলেছেন কাজল। এ নিয়ে কথা বলতে গিয়ে কাজল কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে স্পষ্ট বলেছিলেন, ‘একেবারেই না। আমার মনে হয়, নাইসা এটা স্থির করে ফেলেছে যে ও এখনই বলিউডে পা রাখছে না।‘ এখানেই শেষ নয়, কাজল বলেছেন, তিনি নাইসাকে একটাই পরামর্শ দেবেন যে, এই বিষয়ে নাইসা যেন কারোর থেকে পরামর্শ না নে। অনেকেই অনেক কথা বলবে। কেউ বলবে চুলের রঙ বদলে ফেলতে, কেউ বলবে নাক বদলে ফেলতে, কেউ বলবে হাত বদলে ফেলতে। তবে নাইসা যেন সেই সমস্ত কিছু না শোনেন। তিনি যেন যেটা মন চায় সেটাই করেন।
অর্থাৎ কাজল আর অজয় দুজনেই জানিয়ে দিয়েছেন, এখনই বড়পর্দায় পা রাখছেন না নাইসা