মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের (Rani Mukerji)। এদিন ৪৪ বছরে পা দিলেন অভিনেত্রী। 'কুছ কুছ হোতা হ্যায়', 'গুলাম', 'ব্ল্যাক', 'মর্দানি' এবং আরও বহু ছবিতে অভিনয় অভিনয় করেছেন তিনি। বলিউডের হেন কোনও বিশিষ্ঠ তারকা বাকি নেই, যাঁর সঙ্গে কাজ করেননি রানি মুখোপাধ্যায়। আজ তাঁর জন্মদিনে (Rani Mukerji Birthday) প্রকাশ্যে এসেছে তাঁর একটি পুরনো সাক্ষাৎকার। যেখানে তিনি জানিয়েছেন, জন্মের পরই হাসপাতালে বদলে গিয়েছিলেন। আর তারপর কী ঘটেছিল, সেই ঘটনা।


জন্মের পরই হাসপাতালে এক পঞ্জাবী পরিবারের সদ্যজাতর সঙ্গে বদলে গিয়েছিলেন রানি মুখোপাধ্যায়। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'আমি যখন জন্মাই, তখন সেই ঘরেই আর এক পঞ্জাবী দম্পতির সদ্যজাত সন্তান ছিল। কোনওভাবে আমার মায়ের কাছে ওই দম্পতির সন্তাকে দেওয়া হয়। সেই সময়ই আমার মা ওই শিশুর দিকে দেখেন। আর বলেন, 'এটা আমার সন্তান নয়। এই শিশুটির বাদামি চোখ নয়। আমার মেয়ের বাদামি চোখ। যাও আর আমার মেয়েকে খুঁজে নিয়ে এস।' আসলে এটা খুবই মজাদার একটা ঘটনা। পরবর্তীকালে এই ঘটনা নিয়ে অনেকেই আমাকে রাগাত।'


আরও পড়ুন - Sonam Kapoor Pregnancy: হবু মা সোনমকে বিশেষ বার্তা অনুষ্কার


রানি মুখোপাধ্যায় আরও বলেন, 'তারপর যখন আমার মা খুঁজতে শুরু করে, দেখে সেখানে এক পঞ্জাবী দম্পতিরও সন্তান হয়েছে। আমাকে সেখানে মা দেখতে পায়। এখনও পর্যন্ত আমার বাড়ির লোকেরা আমাকে রাগিয়ে বলে, 'তুমি তো আসলে পঞ্জাবী। আমার ভুলের জন্য তুমি আমাদের পরিবারে এসে গিয়েছ।' 


প্রসঙ্গত, রানি মুখোপাধ্যায়কে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'বান্টি অউর বাবলি টু' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যায় সেফ আলি খান, সিদ্ধান্ত চতুর্বেদী, শর্বরী ওয়াঘকে। রানি মুখোপাধ্যয়ের হাতে এই মুহূর্তে বেশ কয়েকটি ছবি রয়েছে। তাঁকে খুব শীঘ্রই দেখা যাবে পরিচালক অসীমা ছিব্বারের 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিতে। ছবিটি প্রযোজনা করছেন মনীষা আডবাণী, মধু ভোজওয়ানি এবং নিখিল আডবাণীর এমি এন্টারটেনমেন্ট এবং জি স্টুডিওজ।