কলকাতা: একদিকে তিনি বড়পর্দার কাজ করছেন। পাশাপাশি এবার তাঁকে দেখা যেতে চলেছে নতুন ধারাবাহিকেও। সান বাংলার ধারাবাহিক 'ভিডিও বৌমা'-র মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা আরিয়ান ভৌমিক (Aryaan Bhowmick)-কে। আপাতত 'কাকাবাবু'-র নতুন ছবির শ্যুটিং করতে দেশের বাইরে তিনি। এর মধ্যেই সামনে এসেছে তাঁর নতুন ধারাবাহিকের প্রোমো। নতুন এই ধারাবাহিকে আরিয়ানের চরিত্রটা ঠিক কেমন? শ্যুটিংয়ের ফাঁকেই নতুন ধারাবাহিক 'ভিডিও বৌমা' নিয়ে এবিপি লাইভ বাংলার সঙ্গে কথা বললেন আরিয়ান। 


অভিনেতার কথায়, 'একটা নতুন প্রোজেক্ট শুরু হলে দর্শকদের সবসময় একটা প্রত্য়াশা থাকে। অভিনেতাদের ও মনের মধ্যে অনেক প্রশ্ন থাকে। চরিত্রটা চ্যালেঞ্জিং হবে না সহজ, তা যেন সেটে যাওয়ার আগে বোঝাই যায় না। কিন্তু ভিডিও বৌমার ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছিল, সেটা হল ধারণাটা একেবারে নতুন আর ভীষণভাবে এনার্জিতে ভরপুর। আমাদের প্রোমো যখন বেরল, তখনও দর্শকদের এই বিষয়টাই মনে ধরেছে। এই ধারাবাহিকে নায়ক এবং নায়িকা দুজনেই ভ্লগার। একটা ভীষণ নতুন প্রজন্মের কাজ এটা। এই প্রোজেক্টের আরও একটা ভাল দিক হল, এই ধারাবাহিকটার প্রযোজনা সংস্থা আর চ্যানেল। চিত্রায়ন স্টুডিওজ-এ সায়ন্তনদা, ঋতুদি সবাই ভীষণ সাহায্য করেন। সান বাংলার যিনি ক্রিয়েটিভ হেড, তাঁর পরিচালনাতে এর আগেও আমি কাজ করেছি। জুলাই মাসে আমাদের একটা নতুন ছবি আসবে। সৌমিকদার হাত ধরে আমার টেলিভিশনের সফর শুরু। আমি এই টিমটাকে নিয়ে খুব লাকি আর খুব খুশি। আমি চাই সবাই এই এনার্জিটাই ধরে রাখুক। আমার বিপরীতে যে কাজ করছে, রিখিয়া, ও আমার স্কুলের জুনিয়র। এটাই ওর প্রথম মুখ্যভূমিকায় কাজ। ও যে খাটনিটা খেটে প্রস্তুত হচ্ছে এই চরিত্রটার জন্য, সেটা আমায় অবাক করেছে। ওর মতো সহ অভিনেত্রী পেয়ে ভাল লাগছে। আমার আশা সবাই এই ধারাবাহিকটা দেখবেন।'


নিজের চরিত্র নিয়ে আরিয়ান বলছেন, 'আমার চরিত্রের নাম আকাশ। ও ব্লগিং তো করেই। পাশাপাশি ওর চরিত্রের অনেকগুলো দিক আছে। সেগুলো আমি আস্তে আস্তে বুঝতে পারছি। চরিত্রটার সঙ্গে আত্মস্থ হচ্ছি। আমার ভীষণ মজা লাগছে এই চরিত্রটাকে ফুটিয়ে তুলতে। আমি ব্যক্তিগত জীবনে ভ্লগিং করি না, বেশি ছবি তুলি না। কিন্তু রিল লাইফে এগুলো করতে গিয়ে আমার ভাল লাগছে বেশ।'


কেন আবার ছোটপর্দায় ফেরা? আরিয়ান বলছেন, 'আমি বিশ্বাস করি একজন শিল্পী যতগুলো মাধ্যমে কাজ করবে, সে আরও বেশি উন্নতি করবে। সেটাই আমার ইচ্ছে থাকে। শেষবার আমি 'তিতলি' করেছিলাম। তারপরে অনেকটা বিরতি। তারপরে আবার একটা নতুন গল্প নিয়ে ফিরে খুব ভাল লাগছে। আশা করি মানুষ আমায় ভাল বাসবেন।'


আরও পড়ুন: Mamata Shankar: বাচ্চা মেয়েদের বড়দের মতো অঙ্গভঙ্গি করে নাচ মেনে নিতে পারি না: মমতা শঙ্কর