কলকাতা: টেলিভিশন শো -তে আপত্তিকর মন্তব্য.. আর তারপরেই চূড়ান্ত কটাক্ষ। ভাইরাল হয়ে যায় ইউটিউবার 'বিয়ারবাইসেপস' রণবীর এলাহাবাদিয়ার (Ranveer Allahbadia) মন্তব্য। তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। আর এই মামলা দায়ের করা আইনজীবী কী বললেন ইউটিউবারের বিরুদ্ধে? কেন 'বিয়ারবাইসেপস'-এর বিরুদ্ধে দায়ের করা হল অভিযোগ? এমন কী করেছিলেন তিনি?
মহারাষ্ট্রের আইনজীবী সত্যম সুরানা ব্যাখ্যা করেছেন, কীভাবে রণবীরের মন্তব্য সাধারণ জনমানসে আঘাত করেছে। আইনজীবীর কথায়, 'আমরা এমন একটা দেশে বসবাস করি, যেখানে আমরা যে কোনও ভাল কাজ শুরু করি মা আর বাবার নাম করে। আমরা এমন একটা সভ্যতা থেকে এসেছি, যেখানে চিরকাল নারীশক্তির আরাধনা করা হয়েছে। এই পরিস্থিতিতেই আমরা বড় হয়ে উঠেছি। আর এইরকম একটা সময়ে যখন রণবীর এলাহাবাদিয়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে যৌনতা নিয়ে অশ্লীল মন্তব্য করা হয়েছে, নোংরাভাবে যৌনতাকে দেখানো হয়েছে সেটা ভারতীয় মানসিকতায় ভীষণভাবে আঘাত হানতে পারে। আমাকেও বিব্রত করেছে এই ধরণের মন্তব্য। আইনের সঙ্গে যুক্ত থাকার কারণেই আমার মনে হয়েছে এই ধরণের মন্তব্যের বিরোধিতা করা উচিত। ভারতীয় ন্যায়সংহিতা ও ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে আমি মামলা দায়ের করেছি। সরকারের কাছে আবেদন করছি এই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর ফাইল করা উচিত আর এইরকম আপত্তিকর মন্তব্য যে সমস্ত কনটেন্ট ক্রিয়েটররা করে তাদের থামানো উচিত।'
ঠিক কী মন্তব্য করেছিলেন রণবীর যেখান থেকে শুরু হয়েছে এত জল্পনা? ইউটিউবে কমেডিয়ান সময় রায়নার শো India's Got Latent- এ প্যানেলিস্ট হয়ে এসেছিলেন রণবীর এলাহাবাদিয়া এবং অপূর্বা মখিজা। এই দলে ছিলেন আরেক কনটেন্ট ক্রিয়েটার আশিস চাঞ্চলানিও। ইতিমধ্যেই ওই এপিসোডের একটি নির্দিষ্ট ক্লিপিং ভাইরাল হয়ে গিয়েছে। আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়েছে কিনা তা স্পষ্ট নয়। তবে India's Got Latent শোয়ের আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে শোনা যাচ্ছে। এই শো- তে আসা এক প্রতিযোগীকে রণবীর জিজ্ঞেস করেছেন, “Watch your parents have sex every day for the rest of your life. Or would you join in once and stop it forever?" এখানেই শেষ নয়। পরবর্তীতে ওই প্রতিযোগীকে ফের রণবীর জিজ্ঞেস করেন তাঁর যৌনাঙ্গের আয়তন (সাইজ) কত? রণবীরের এমন প্রশ্ন শুনে খানিক চমকে গিয়েছেন কমেডিয়ান সময় রায়নাও। যদিও তিনি নিজে 'ডার্ক হিউমার'- এর জন্যই প্রসিদ্ধ, তাও তাঁকে বলতে শোনা গিয়েছে, 'এটা কী হচ্ছে? রণবীর ভাইয়ের কী হয়েছে?'