মুম্বই: পরিণীতি চোপড়ার (parineeti chopra) পর রণবীর সিংহ (ranveer singh)। সূত্রের খবর, এ বার তিনিও যশরাজ ফিল্মসের (YRF) ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার (Talent Management Agency) সঙ্গে সম্পর্ক 'ছিন্ন' (terminate) করতে চলেছেন। তবে যশরাজ ফিল্মসের কর্নধার আদিত্য চোপড়ার (Aditya Chopra) সঙ্গে এখনও বন্ধুত্ব অটুট রয়েছে রণবীরের। এই প্রযোজনা সংস্থার তৈরি 'ব্যান্ড, বাজা, বারাত' ছবিতেই বলিউডে অভিষেক হয়েছিল তাঁর। বক্স অফিসে দুরন্ত সাড়া ফেলেছিল ছবিটি। তার পর থেকেই আদিত্যর সঙ্গে দুরন্ত সম্পর্ক রণবীর সিংহের। সেই সময় থেকেই সংস্থার ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে ছিলেন তিনি। 


যা জানা গেল...
পরিণীতি চোপড়ার কেরিয়ারও শুরু হয়েছিল যশরাজ ফিল্মসেরই ছবিতে। 'লেডিস ভার্সাস রিকি বহেল'-র কথা মনে পড়ে? এখানেই প্রথম সিলভারস্ক্রিনে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোনকে। ছিলেন রণবীর সিংহ এবং অনুষ্কা শর্মাও। তার পর থেকে ওয়াইআরএফের ট্যালেন্ট ম্য়ানেজমেন্ট এজেন্সির সঙ্গে রয়ে গিয়েছিলেন পরিণীতিও। কিন্তু কেন হঠাৎ এই সংস্থা ছাড়ার সিদ্ধান্ত? এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে শেষ যে ছবিতে রণবীরকে দেখা গিয়েছিল, সেটিও ছিল এই প্রযোজনা সংস্থার ব্যানারেই। 'জয়েশভাই জোয়ারদার' নামে ওই ছবিতে রণবীরের সঙ্গে দেখা গিয়েছিল বোমান ইরানি, রত্না পাঠক শাহ-সহ অনেককেই। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। আপাতত ২০২৩ সালের ফেব্রুয়ারির দিকে তাকিয়ে ভক্তরা। সেই সময়েই মুক্তি পাওয়ার কথা 'রকি অউর রানি কি প্রেম কহানি'-র। কর্ণ জোহর পরিচালিত ছবিতে শাবানা আজমি, জয়া বচ্চন ও ধর্মেন্দ্রকেও দেখা যাবে। 


পরিণীতির জন্য়...
পরিণীতিকে হালেই দেখা গিয়েছে 'কোড নেম:তিরঙ্গা' ছবিতে। হারডি সান্ধু অভিনীত এই ছবি বক্স অফিসে তেমন ভাল সাড়া না ফেললেও সকলেই দুজনের রসায়নের প্রশংসা করেছেন। এর পরে 'উঁচাই'-তে দেখা যাবে পরিণীতিকে। এই ছবিতে অমিতাভ বচ্চন, বোমান ইরানি, নীনা গুপ্তা এবং অনুপম খের রয়েছে। সুরজ বরজাতিয়া পরিচালিত 'উঁচাই' ১১ নভেম্বর মুক্তি পাওয়ার কথা। কিন্তু তাঁর ওয়াইআরএফ ছাড়ার সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠছে, কেন ওয়াইআরএফের ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি ছাড়লেন? কেনই বা এক পথে হাঁটলেন রণবীর সিংহ? নেপথ্য়ে কি কোনও অন্য গল্প রয়েছে? নাকি স্রেফ পেশাগত কথা ভেবেই এই সিদ্ধান্ত? এক সর্বভারতীয় দৈনিকের অবশ্য় দাবি, 'ওয়াইআরএফ'-কে এখনও তাঁর 'বাড়ি' হিসেবেই দেখছেন রণবীর। আগামী দিনেও কর্ণধার আদিত্য় চোপড়ার সঙ্গে পারস্পরিক বন্ধুত্ব ও শ্রদ্ধা সম্পর্ক বজায় থাকবে তাঁর, খবর এমনই। 


আরও পড়ুন:'বাংলার দুর্গা মমতা, কলঙ্কিত করলে উচিত শিক্ষা দিতে হবে', তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক