মুম্বই: বলিউডের সব থেকে বিখ্যাত বচ্চন পরিবারের সন্তান তিনি। তবু শ্বেতা নন্দা চান না, তাঁর মেয়ে নভ্যা নাভেলি নন্দা সিনেমায় নামুন। তাঁর কথায়, মেয়ে এমন কোনও চিন্তাভাবনা করলে তিনি যথেষ্ট উদ্বিগ্ন হবেন, কারণ সিনেমা করা দূর থেকে যতটা সহজ মনে হয়, আসলে তা মোটেই নয়।
শ্বেতার কথায়, ছবির জগতে নামতে কঠোর পরিশ্রম করতে হয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সেটা আরও বেশি। তা করার ক্ষমতা নভ্যার আছে কিনা, তাতে তিনি সন্দিহান। তাছাড়া ছবির জগতে প্রচুর ব্যর্থতা রয়েছে, যেটা বেশিরভাগ মানুষ দেখতে পান না। সেই ব্যর্থতা পুরোটাই ব্যক্তিগত, সংশ্লিষ্ট মানুষটির অভিনয় ক্ষমতা, পর্দার চেহারা- সব কিছু বেরিয়ে আসে ছিঁড়েখুঁড়ে।
শ্বেতার বাবা মা অমিতাভ ও জয়া বচ্চন, ভাই অভিষেক, ভ্রাতৃবধূ ঐশ্বর্যা। কিন্তু ছবির জগৎ কখনও টানেনি তাঁকে। তাঁর কথায়, অভিনেতা হতে চাইলে সেইমতো প্রস্তুতি নেওয়া জরুরি, যেমন তাঁর মা নিয়েছিলেন। তাঁর বাবার সিনেমায় আসা নেহাত দুর্ঘটনা বলে মনে করেন তিনি।
শ্বেতা বলেছেন, তাঁর মা জয়া বাড়ির বড় মেয়ে ছিলেন। স্নাতক হওয়ার পর তিনি বাবাকে বলেন, অভিনেত্রী হতে চান তিনি। শিগগিরই অভিনয় স্কুলে যোগ দেন, রীতিমত ভাল ছাত্রী ছিলেন তিনি। শ্বেতার বক্তব্য, সিনেমা করার প্রক্রিয়া এটাই হওয়া উচিত। এটা কোনও সহজ রাস্তা হিসেবে দেখে এতে আসার চেষ্টা করা উচিত নয়। সিনেমা জগতে অল্প সময়ের মধ্যে প্রচুর টাকা আর খ্যাতি অর্জন করা যায় বলে যা শোনা যায়, তা নেহাত বাজে কথা বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
নভ্যার ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমত জনপ্রিয়। তা ভালভাবে দেখেন না নভ্যার মা। তাঁর বক্তব্য, তাঁর ছেলেমেয়েরা কোনও সেলিব্রিটি নন, তাঁদের নিয়ে ইন্টারনেটে এত হইচইয়ের কী আছে। মানুষের নজর কাড়ার প্রকৃত কারণ হয়ে উঠুন তাঁরা, শুধু কোনও পরিবারের সঙ্গে যুক্ত বলে তাঁদের নিয়ে মাথাব্যথার কারণ নেই।
নিজের পরিবারকে মেয়েদের বাড়ি বলে আখ্যা দিয়েছেন শ্বেতা। এই মেয়েরা সকলে শক্তিশালী ও স্বাধীন। তাঁর ঠাকুমা, মা, ভ্রাতৃবধূ ও তিনি নিজে-সকলের নিজস্ব মতামত রয়েছে। নভ্যাও এই ধারা বহন করবেন বলে আশা করেন তিনি।
মেয়ে সিনেমায় নামতে চাইলে উদ্বিগ্ন হব: শ্বেতা নন্দা
ABP Ananda, Web Desk
Updated at:
16 Dec 2016 04:38 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -