ইমরানের শপথে যাবেন? কেন্দ্রের পরামর্শ নেবেন, জানালেন গাওস্কর
Web Desk, ABP Ananda | 06 Aug 2018 04:23 PM (IST)
নয়াদিল্লি: পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইমরান খানের শপথ অনুষ্ঠানে থাকার আমন্ত্রণ পেয়েছেন। সুনীল গাওস্কর কিন্তু সেখানে যাওয়ার আগে ভারত সরকারের সঙ্গে কথা বলবেন বলে জানালেন। গাওস্করের পাশাপাশি আরেক ভারতীয় প্রাক্তন ক্রিকেট অধিনায়ক কপিল দেবও প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়কের শপথে আমন্ত্রিত হয়েছেন। গাওস্কর বলেছেন, আমি সেখানে যেতে পারলেও যাওয়াটা ঠিক হবে কিনা, সে ব্যাপারে আমাদের সরকারের সবুজ সঙ্কেত নেব, তাদের মতামত শুনব। সানি অবশ্য এখনও নিশ্চিত নন, ইমরানের অনুষ্ঠানের আমন্ত্রণ রক্ষা করতে পারবেন কিনা। সময়, সুযোগ হবে কিনা। রবিবার তিনি বলেন, সবে গতকাল ইমরানের অফিস, তাঁর দল থেকে আমন্ত্রণ এসেছে। সরকারি আমন্ত্রণ পাইনি। যেতে চাই, কিন্তু যেতে পারব কিনা, সেটা আলাদা বিষয়। কেননা লর্ডসে দ্বিতীয় টেস্ট ধারাবিবরণী দিতে হবে। এখন পর্যন্ত যত দূর জানি, শপথের দিন স্থির হয়নি। ১৫ আগস্ট হলে কিছুতেই যেতে পারব না। কেননা সেদিন আমার মায়ের ৯৩-তম জন্মদিন। তাছাড়া সেদিন স্বাধীনতা দিবস। পাকিস্তানের ১৯৯২ এর বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের লাহোর সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার কথা উল্লেখ করেছেন গাভাসকর। ইমরানের নির্বাচনী সাফল্যে খুশি বলে জানিয়ে তিনি বলেছেন, বিরাট দায়িত্ব পেল ও। দারুণ খেটেছিল। এটা ওর প্রথম নির্বাচন নয়, আগের গুলিতে হারতে হয়েছিল। শেষের নির্বাচনে পরাজয়টা বিরাট তিক্ত আঘাত ছিল, কেননা ও সত্যিই জয়ের আশা করেছিল।