অভিনেত্রী আলিয়া ভট্ট এইমুহূর্তে ব্যস্ত রয়েছেন চলচ্চিত্র পরিচালক মেঘনা গুলজারের ছবি 'রাজি' ছবির শ্যুটিংয়ে কাশ্মীরে। সেখান থেকে নিজের ইন্সটাগ্রাম পেজে মনোরম কিছু ছবি শেয়ার করলেন আলিয়া। যেকোনও পর্যটক আলিয়ার ছবি দেখে ফের একবার উপত্যকা ঘুরে আসার পরিকল্পনা করতেই পারেন। তাহলে একবার দেখেই নেওয়া যাক আলিয়ার 'উইথ লভ ফ্রম কাশ্মীর' রাজি ছবিটি পর্দায় মুক্তি পাবে ১১ মে, ২০১৮