কলকাতা: আরজি কর কাণ্ডে জ্বলছে শহর কলকাতা। আন্দোলন ছড়িয়ে পড়েছে মফঃস্বলে, বিদেশেও। আর এই পরিস্থিতিতেই বারে বারে সামনে আসছে টলিউডের অভ্যন্তরে ঘটে চলা একাধিক অপ্রিয় ঘটনার কথা। প্রকাশ্যে এসেছে একাধিক নির্যাতনের খবর। ইন্ডাস্ট্রিতে নারী সুরক্ষায় ফেডারেশন (ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া) সম্প্রতি ‘সুরক্ষা বন্ধু’ ঘোষণা করে। কিন্তু এই কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে পরিচালকদের সংগঠন ‘ডিএইআই’ (ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া)।


একটি বিবৃতি জারি করে পরিচালকদের তরফ থেকে একাধিক প্রশ্ন রাখা হয়েছে এই ‘সুরক্ষা বন্ধু’  নিয়ে। এক কথায় তাঁরা যেমন একদিনে প্রশ্ন তুলেছেন এই কমিটির বৈধতা নিয়ে, তেমনই প্রশ্ন রয়েছে এই কমিটির স্বচ্ছতা নিয়েও। ‘ডিএইআই’ -এর বিবৃতি অনুযায়ী, স্বরূপবাবু জানিয়েছেন এই হেনস্থার অভিযোগের যাট শতাংশ নাকি পরিচালকদের বিরুদ্ধে আর ৪০ শতাংশ প্রযোজকের বিরুদ্ধে। অভিযোগ, স্বরূপবাবু তাঁর কমিটিতে কয়েকজন আইনজীবীর কথা উল্লেখ করলেও, বাকি সদস্যরা কীসের ভিত্তিতে নির্বাচিত হচ্ছেন তা জানাননি। তিনি নিজেও সেই কমিটির সদস্য কি না সেটাও জানাননি স্পষ্টভাবে। 


‘ডিএইআই’ -এর আশঙ্কা, যে কোনও হয়রানির মূল বিষয়ই হল ক্ষমতা। এই কমিটি গঠনের ক্ষেত্রে স্বরূপবাবুও টলিউডের ওপর তাঁর একচ্ছত্র ক্ষমতা জাহির করতে পারেন। এই কমিটি গঠনে একাধিক অসচ্ছতা রাখা যেন সেইদিকেই ইঙ্গিত করছে। ‘ডিএইআই’ -এর অভিযোগ, কোনওরকম আইনি বৈধতা ছাড়াই স্বরূপবাবু গত ১২-১৩ বছর ধরে একচ্ছত্রভাবে ইন্ডাস্ট্রিতে সমস্ত নিয়ম কানুন চালু করে আসছেন কারও সঙ্গে কোনও পরামর্শ না করেই। 


‘ডিএইআই’ -এর দাবি, ইন্ডাস্টিতে এই ধরণের কমিটি তৈরি করার জন্য একটা নির্দিষ্ট মানদন্ড ও স্বচ্ছতা থাকা উচিত। তাঁদের প্রস্তাব, 'উইমেন্স ফোরাম অফ স্ক্রিন ওয়ার্কার্স প্লাস' বলে যে প্ল্যাটফর্মটি গঠন করা হয়েছে তারা রাজ্যের মহিলা কমিশনরের সঙ্গে আলোচনা বা পরামর্শের মাধ্যমে কর্মক্ষেত্রে আইনি সুরক্ষা সংক্রান্ত অভিজ্ঞ আইনজীবী, সাইকায়াট্রিক কাউন্সিলের অভিজ্ঞ ব্যক্তি, তার সঙ্গে মহিলা, শিশু ও LGBTQ+ এর অধিকার নিয়ে কাজ করা সমাজকর্মীদের একটি কমিটি জরুরি ভিত্তিতে তৈরি করুক। সেই ব্যাপারে ‘ডিএইআই’ তাঁদের সাহায্য করতে উৎসুক। 


আরও পড়ুন: Tamannaah Bhatia: রাধা-কৃষ্ণের সাজে যৌন সুড়সুড়ি! বিতর্কের মুখে সমস্ত পোস্ট মুছলেন তমন্না


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।