কলকাতা: কয়েকটা দিন আগে, এই কাজটিকেই জীবনের অন্যতম সেরা কাজ বলে অভিহিত করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়া ভরা ছিল তাঁর 'রাধা'-সাজ-এর ছবিতে। কিন্তু বর্তমানে তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia)-র সোশ্যাল মিডিয়া প্রোফাইল খুললে আর চোখে পড়ছে না সেই সমস্ত পোস্ট। একটি বিপণী সংস্থার জন্য জন্মাষ্টমীর আগে শ্রীরাধিকার বেশে একাধিক ফটোশ্যুট করেছিলেন তমন্না ভাটিয়া। সোশ্যাল মিডিয়ায় তিনি সেই সমস্ত ছবিও শেয়ার করে নিয়েছিলেন। কিন্তু কয়েকটা দিন যেতে না যেতেই, সেই পোস্টে প্রশংসার বদলে ধেয়ে এল কটাক্ষই।


একটি পোশাক বিপণী সংস্থার হয়ে এই কাজটি করেছিলেন তমন্না। সেখানে টেনে আনা হয়েছিন রাধা-কৃষ্ণের সম্পর্ককে। শ্রীকৃষ্ণের প্রেমে মগ্ন রাধিকা। শয়নে, স্বপনে, জাগরণে তিনি কেবল শ্রীকৃষ্ণকেই দেখতে পাচ্ছেন। তবে কখনোই তিনি যেন কৃষ্ণকে কাছে পাচ্ছেন না। এই ছবিগুলিতে মূলত তুলে ধরা হয়েছিল রাধিকা বেশে তমন্নাকেই। কৃষ্ণকে সেভাবে প্রকাশ্যে আনা হয়নি। ওই বিপণীর মালিক বলেছিলেন তমন্নার সারল্য়ের কারণেই রাধা সাজ এত সুন্দরভাবে ফুটে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় প্রচুর প্রশংসাও পেয়েছিল এই ছবিগুলি। 


তবে কয়েকদিন যেতে না যেতেই অন্য মোড়। এই পোস্টে নেটিজেনদের একাংশ যৌন সুড়সুড়ি খুঁজে পেয়েছেন। তাঁদের মতে, পোশাক বিক্রির জন্য রাধা-কৃষ্ণের পবিত্র প্রেমে যৌনতা টেনে আনা হয়েছে যা অনুচিত। একটি বিবৃতিতে বলা হয়েছে, 'মূর্খের দল, নিজের পণ্যের বিক্রির জন্য রাধাকৃষ্ণের পবিত্র সম্পর্কে যৌনতা নিয়ে আসবেন না। এত বড় সাহস কী ভাবে হয় আপনাদের!' এই সমস্ত কটাক্ষ আসতে থাকার পরে, নিজের সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত রাধা-কৃষ্ণের পোস্ট মুছে ফেলেন তমন্না। তাঁর প্রোফাইলে এখন এই সংক্রান্ত আর কোনও পোস্টই নেই। ফেসবুক ও ইনস্টাগ্রাম, দুই জায়গা থেকেই সমস্ত পোস্ট মুছে ফেলেছেন তিনি। অনেকে মনে করছেন বিতর্ক এড়াতেই এই পদক্ষেপ নিয়েছেন তমন্না।


 






আরও পড়ুন: 'Border 2': বরুণের পর 'বর্ডার ২' ছবির টিমে যোগ দিলেন 'ফৌজি' দিলজিৎ, স্বাগত জানালেন সানি দেওল


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।