কিন্তু পাকিস্তানি মহিলারাই তাঁদের দেশের সেন্সর বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বক্তব্য, পাকিস্তানি মেয়েদেরও পিরিয়ড হয়। সস্তা স্যানিটারি ন্যাপকিন ও পিরিয়ডের সময়কার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ছবি নিষিদ্ধ করার অর্থ কী! বিক্ষোভে গলা মিলিয়েছেন নামী সাংবাদিক মেহের তারারও।
[embed]https://twitter.com/HBhurgri/status/962740336824078336?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fwww.huffingtonpost.in%2Fankur-pathak%2Fwomen-in-pakistan-are-calling-out-the-countrys-censor-board-for-banning-padman_a_23358965%2F[/embed]
https://twitter.com/HBhurgri/status/962739667182505984?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fwww.huffingtonpost.in%2Fankur-pathak%2Fwomen-in-pakistan-are-calling-out-the-countrys-censor-board-for-banning-padman_a_23358965%2F
ছবির পরিচালক আর বাল্কিও এই নিষেধাজ্ঞায় অত্যন্ত ক্ষুব্ধ। তাঁর মতে, পাক সেন্সর বোর্ডের এই সিদ্ধান্ত একদেশদর্শী, তাঁর ধারণা, বোর্ডের সদস্যরা প্যাডম্যান দেখেনওনি। তাঁদের একটাই অবস্থান, এ ধরনের ছবি ইসলামী সংস্কৃতি ও ইতিহাসের পক্ষে বিপজ্জনক। বলুন তো, মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত একটি ছবি কোন যুক্তিতে কোনও সংস্কৃতির প্রতি বিপজ্জনক হতে পারে? প্রশ্ন তাঁর।