মুম্বই: টুইটারে ফলোয়ার সংখ্যা ৩ কোটির বেশি, সব মিলিয়ে ৩৩ মিলিয়ন। শাহরুখ খান উদযাপন করলেন তাঁর একটি বিশেষ ভিডিও পোস্ট করে। তাঁর অনুরাগীদের এভাবেই ধন্যবাদ জানালেন তিনি।

টাক্সেডো স্যুট আর সানগ্লাসে পুরোপুরি ধোপদুরস্ত শাহরুখ সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়েন। ১০ সেকেন্ডের মত সময় জলের নীচে ছিলেন, সে সময় শোনা যায়, তাঁর সুপারহিট কয়েকটি ছবির অমর সংলাপ।

[embed]https://twitter.com/iamsrk/status/962637296519598081?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Fbollywood%2Fshah-rukh-khan-celebrates-33-million-followers-on-twitter-by-this-special-video-790193[/embed]

শাহরুখ এখন আনন্দ এল রাইয়ের জিরো ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফকে।