নয়াদিল্লি: আজ 'বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস' (World Day Against Child Labour)। দিনটির লক্ষ্য শিশু শ্রমিকদের (child labourers) শোষণের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা। আর এই বিশেষ দিনে বিশেষ বার্তা দিলেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana), যিনি 'ইউনিসেফ'-এর (UNICEF) বিশ্বব্যাপী 'এন্ডিং ভায়োলেন্স এগেনস্ট চিলড্রেন' ক্যাম্পেনের সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে যোগদান করেছেন। আমাদের দেশ থেকে শিশুশ্রমের প্রথা নির্মূল করার উদ্যোগ নিয়েছেন তিনি।
কী বলছেন আয়ুষ্মান?
এই বিশেষ দিনে আয়ুষ্মান খুরানা বলেন, 'শিশুদের স্থান কারখানা, ওয়ার্কশপ, কৃষিজমি বা বাড়ির কাজের লোক হিসেবে নয়, ওদের স্থান স্কুল ও খেলার মাঠে। শিশুশ্রম তাদের অধিকার লঙ্ঘন করে এবং তাদের শিক্ষা, বৃদ্ধি এবং সুযোগ থেকে বঞ্চিত করে। এটি তাদের আঘাত, শোষণ এবং অপব্যবহারের কাছেও ঝুঁকিপূর্ণ করে তোলে।'
তিনি আরও বলেন, 'যে সকল শিশুদের নিয়মিত স্কুলে যাওয়ার সুযোগ আছে, তাদের ভবিষ্যতে রোজগার করার সুযোগ বেশি। এরফলে আমাজের সমাজে যে চিরন্তন দারিদ্রের চক্র তা শেষ হতে সাহায্য করবে।'
'শিশুশ্রমের ধারা বন্ধ করতে আমাদের প্রত্যেককে কিছু না কিছু করতে হবে। আমাদের ব্যবসা, বাড়ি বা লোকালয় থেকে শিশুশ্রমিক বন্ধ করার মাধ্যমে সাহায্য করতে পারি।'
শিশু সুরক্ষা বিষয়ে অভিনেতা
অভিনেতার মনে করেন, যে সকল শিশুর শৈশব ঝুঁকিপূর্ণ তাদের যে কোনওভাবে রক্ষা করা উচিত। তিনি বলেন, 'ঝুঁকির মধ্যে থাকা শিশু ও তাদের পরিবারকে সাহায্য করুন। তাদের শিক্ষা ও সামাজিক সুরক্ষা স্কিমের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হবে। শিশুশ্রমের দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ান। যদি কোথাও শিশুশ্রমিক দেখেন বা কোনও শিশুকে বিপদে দেখেন তাহলে চাইল্ডলাইন নম্বর ১০৯৮-এ ফোন করুন।'
আরও পড়ুন: Maya: বড়পর্দায় প্রথমবার একসঙ্গে গৌরব-দেবলীনা, সৌজন্যে রাজর্ষীর 'মায়া'
প্রসঙ্গত, ২০০২ সালে সর্বপ্রথম 'বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস' পালন করা শুরু করে 'ইন্টারন্যাশনাল লেবর অর্গানাইজেশন' (International Labour Organization)। ইউনাইটেড নেশনসের মতে, ২০২০ সালের শুরুর দিকে পাঁচ বছর বয়সী ১০ জন শিশুর মধ্যে অন্তত একজন বিশ্বজুড়ে শ্রমের কাজে জড়িত ছিল। যার মোট করলে দাঁড়ায় প্রায় ১৬০ মিলিয়ন, তাদের মধ্যে ৯৭ মিলিয়ন ছেলে ও ৬৩ মিলিয়ন মেয়ে। আফ্রিকায় শিশুশ্রমিকের পরিমাণ সবচেয়ে বেশি, প্রায় ৭২ মিলিয়ন।