কলকাতা: এই প্রথম বড়পর্দায় একে অপরের বিপরীতে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chatterjee) ও দেবলীনা কুমারকে (Devlina Kumar)। সৌজন্যে পরিচালক রাজর্ষি দে-র মায়া (Maya)। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় আজ গৌরব ও দেবলীনার লুক পোস্ট করেছেন রাজর্ষি। 


'মায়া' রাজর্ষীর অন্য়তম প্রিয় ছবি। এই ছবির মুখ্যচরিত্রে রয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। এখনও মুক্তির দিন ঘোষণা করা হয়নি 'মায়া'-র। এ পার বাংলায় যাঁর প্রথম কাজ এটিই। মাহিরা থেকে মায়া হয়ে ওঠার সফরে বিভিন্ন রূপে এ ছবিতে ধরা দেবেন মিথিলা। ১৯৮৯ -এর কলকাতা থেকে গল্পের শুরু, যেটা এসে শেষ হয় সাম্প্রতিক সময়ে। ধর্ষিতা হওয়ার পরে এক সংখ্যালঘু নারী কী ভাবে ঘুরে দাঁড়ায়, অল্টার ইগো রূপে পুরুষতন্ত্রের শিকল ছেঁড়ার প্রেরণা জোগায় অন্য নারীদের— সেই গল্পই বলবে ‘মায়া’।


আরও পড়ুন: Nayanthara Vignesh Shivan: বিয়ের পরই ক্ষমা চাইতে হল নবদম্পতি নয়নতারা-ভিগনেশকে


এই গল্পে গৌরব-দেবলীনাকে দেখা যাবে একেবারে অন্যরকম লুকে। আজ সোশ্যাল মিডিয়ায় দুজনের লুক পোস্ট করে। রাজর্ষি লিখেছেন, 'সম্ভবত এই প্রথম বাংলার অন্যতম প্রিয় রিয়েল লাইফ জুটিকে দেখা যাবে রিল লাইফে। এইরকম চরিত্রে দেবলীনা আর গৌরবকে আগে কখনও দেখা যায়নি। 


ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়কে। ডানকানের আদলে তৈরি দরবার শর্মার চরিত্রটি ডার্ক, সর্ব অর্থে খল একটি চরিত্র। 


কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল রাজর্ষি দে-র ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা'। রাজর্ষি দের পরিচালনায় এই ছবির প্রযোজনা করছেন শিল্পী এ পাণ্ডে (Shilpi A Pandey) ও অক্সদ কে পাণ্ডে (Akshatt K Pandey)।  তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty), গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), দেবলীনা কুমার (Devlina Kumar), রুপঙ্কর বাগচী (Rupankar Bagchi), কৌশিক সেন (Kaushik Sen), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) সহ একঝাঁক তারকাকে দেখা গিয়েছিল এই ছবিতে।