নয়াদিল্লি: ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ’-এ সেরেনা চরিত্রে অ্যাকশন রোলে দীপিকা পাড়ুকোন। হলিউডের এই প্রকল্পে আলাদা করে নিজের ছাপ রেখেছেন তিনি। প্রকাশিত হয়েছে ছবিটির নতুন ট্রেলার। তাতে ‘পিকু’-র নায়িকা যেভাবে অ্যাকশন রোলে স্বাচ্ছন্দ্য দেখিয়েছেন, তা দর্শকদের মুগ্ধ করতে বাধ্য।
‘.. জেন্ডার কেজ’ প্রযোজনা করছে প্যারামাউন্ট পিকচার্স। ভারতীয় দর্শকদের জন্য হিন্দি, তামিল ও তেলুগুতে ডাব করে ট্রেলার ছেড়েছে তারা। ছবির নায়ক ভিন ডিজেল। তিনি ও দীপিকা ছাড়া এত রয়েছেন ডনি ইয়েন, স্যামুয়েল এল জনসন, টনি জা, নিনা ডোব্রেভ, রুবি রোজ প্রমুখ। ২০ জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি।