নয়াদিল্লি: হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Hindi Film Industry) তাঁর রাজ্যপাট চলেছে প্রায় ৫ দশকেরও বেশি সময় ধরে। তিনি যশ চোপড়া (Yash Chopra)। একবার এই বিখ্যাত পরিচালকই (Film Director) জানিয়েছিলেন যে তাঁর নাকি সিনে দুনিয়ায় আসার কোনও পরিকল্পনাই ছিল না। যশ চোপড়ার জন্মদিনে ফিরে দেখা যাক সেই গল্পই। আজ, ২৭ সেপ্টেম্বর, যশ চোপড়ার ৯০তম জন্মবার্ষিকী।
চিত্র পরিচালক নয়, পরিকল্পনা ছিল ইঞ্জিনিয়ার হওয়ার
পরিবারের ইচ্ছা অনুযায়ী বলিউডে নয়, বরং ইংল্যান্ডে গিয়ে ইঞ্জিনিয়ারিং (Engineering) পড়ার পরিকল্পনা ছিল কিংবদন্তি পরিচালক যশ চোপড়ার। অবশেষে তিনি তাঁর দাদা, পরিচালক বি আর চোপড়াকে (BR Chopra) বলেন যে তিনিও পরিচালক হতে চান।
২০১২ সালে 'যব তক হ্যায় জান' মুক্তির আগে শাহরুখ খানের সঙ্গে নিজের কেরিয়ারের শুরুর দিকের আলোচনায় মাতেন যশ। শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মা অভিনীত এই রোম্যান্টিক ড্রামা ঘরানার ছবিই যশ চোপড়া পরিচালিত শেষ ছবি। ওই বছরের অক্টোবর মাসে ডেঙ্গি আক্রান্ত হয়ে ভয়াবহ অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যশ চোপড়া। তার ঠিক এক মাস পর ছবি মুক্তি পায়।
সেই কথোপকথনের সময়, নস্টালজিক যশ চোপড়া জানান তিনি ১৯৫১ সালে মুম্বই শহরে পা রাখেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৯। শাহরুখকে তিনি বলেন, 'আমার বড় দাদা বি আর চোপড়া সিনেমা জগতে ছিলেন। আমার বাবা ভি আর চোপড়া স্বয়ং চেয়েছিলেন যে তাঁর ছোট ছেলে মানে আমি ইঞ্জিনিয়ার হই কারণ ফিল্ম দুনিয়ায় আমাদের পরিবারের যথেষ্ট মানুষ ছিলেন। এক ভাই পরিচালক, একজন ক্যামেরাম্যান, একজন ডিস্ট্রিবিউটর। তাই ওঁরা আমাকে বম্বে পাঠিয়ে দেন পাসপোর্ট তৈরির জন্য, তারপর ইংল্যান্ডে গিয়ে ইঞ্জিনিয়ার হয়ে ফেরত আসতে বলেন। পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু হয়। কিন্তু আমি ভাবলাম আমি ইঞ্জিনিয়ার কী করে হব, আমি তো ইঞ্জিনিয়ারিংয়ের কিছুই জানি না, আমি এমনকী দেওয়ালে পেরেকও ঠুকতে পারি না এবং সেটা আজও পারি না।'
এরপর পরিচালক আরও বলেন, 'আমি তখন একদিন ভাবলাম যে মনের কথা বলে ফেলাই শ্রেয়। আমি দাদাকে বললাম যে আমি ইঞ্জিনিয়ার হতে পারব না। ও আমাকে জিজ্ঞেস করে যে আমি কী হতে চাই এবং আমি বলি যে তোমার মতো আমিও পরিচালক হতে চাই। আমি বলি যে আমি তোমার সহকারী হব। দাদা তখন বলেন যে "যদি এটাই তোমার ইচ্ছা হয় তাহলে আমি তোমাকে জোর করতে পারব না কিন্তু আমার সহকারী নয় কারণ তুমি আমার ভাই এবং তুমি আমার থেকে কিছুই শিখবে না"।'
আরও পড়ুন: 'Ram Setu' Teaser: 'রাম সেতু'র অস্তিত্ব প্রমাণ করতে আসছেন অক্ষয়-জ্যাকলিন-নুসরত, প্রকাশ্যে টিজার
এরপর বি আর চোপড়া উপদেশ দেন মেহবুব সাব, রাজ কপূরের মতো পরিচালকদের সবকারী হিসেবে কাজ করতে। কিন্তু যশ দাদার সঙ্গেই কাজ করতে জোর করেন। এরপর তাঁর সঙ্গেই সেটের বিভিন্ন ধরনের কাজ করতেন যশ। অজস্র সফল ছবি সহ পরিচালনা ও পরিচালনা করার পর তিনি ১৯৭০ সালে নিজের প্রযোজনা সংস্থা 'যশ রাজ ফিল্মস' তৈরি করেন।