'মাথার মধ্যে অনেক কিছু চললেও কোনও প্রশ্নের উত্তর দেব না', লিখছেন যশ

'আমার মাথার মধ্যে অনেকরকম চিন্তা চলছে। কিন্তু যদি আমায় প্রশ্ন করেন, আমি কোনও উত্তর দেব না, শুধু হাসব'। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি পোস্ট করে লিখছেন যশ দাশগুপ্ত।

Continues below advertisement

কলকাতা: 'আমার মাথার মধ্যে অনেকরকম চিন্তা চলছে। কিন্তু যদি আমায় প্রশ্ন করেন, আমি কোনও উত্তর দেব না, শুধু হাসব'। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি পোস্ট করে লিখছেন যশ দাশগুপ্ত। নুসরত জাহান বিতর্কে টলিউডে চর্চার কেন্দ্রবিন্দু  তাঁর নামও। তারকা সাংসদের সদ্যোজাতের বার্থ সার্টিফিকেটে বাবার নামের জায়গায় রয়েছে তাঁর নাম। তবে এই বিষয়ে এখনও মুখ খোলেননি নুসরত বা যশ কেউই।

Continues below advertisement

জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে নুসরতের সন্তানের পিতৃপরিচয়। পুরসভার বার্থ সার্টিফিকেটে নুসরত-পুত্র ঈশানের নামের পাশে পদবী লেখা দাশগুপ্ত। বাবার নামের জায়গায় লেখা রয়েছে দেবাশিষ দাশগুপ্ত। প্রসঙ্গত, ভোটের হলফনামায় নিজের নাম দেবাশিস দাশগুপ্ত বলে উল্লেখ করেছিলেন যশ। বার্থ সার্টিফিকেট অনুযায়ী নুসরতের সন্তানের নামকরণ করা হয়েছে ঈশান জে দাশগুপ্ত। এই তথ্যই এখন সোশ্যাল মিডিয়ায় সমালোচনার কেন্দ্রবিন্দুতে।

গত সোমবার, অর্থাৎ ১৩ সেপ্টেম্বর নতুন ছবি 'চিনেবাদাম'-এর শ্যুটিং শুরু করেছেন যশ দাশগুপ্ত। ফ্লোর থেকে এবিপি লাইভের মুখোমুখি হয়ে যশ বলেছিলেন, 'আমি ঈশানকে ঈশান নামেই ডাকছি। ওই নামটা আমি আর নুসরত একসঙ্গেই ঠিক করেছি। তাই ওই নামেই ডাকছি। তবে হ্যাঁ, ওর এখনও উত্তর দেওয়ার বয়স হয়নি। খুব ছোট্ট তো। আর ওর ডাকনাম দেওয়া হয়েছে অংশ।'

যশের নতুন পোস্টে স্পষ্ট উত্তর না মিললেও পরিস্থিতির আঁচ মিলল কিছুটা। বিতর্ককে দূরে সরিয়ে, কোনও উত্তর না দিয়ে, নিজের মত করেই বাঁচতে চাইছে দুই তারকা। নেটিজেনরা যাই বলুক, যশের ছবিতে ফের মন্তব্য করেছেন বলিউড তারকা রোহিত শেট্টি। যশকে নিয়মিত ফলো করেন অভিনেতা। এই ছবিতে আগুন ইমোজি দিয়েছেন রোহিত। এর আগে যশকে সবচেয়ে সুদর্শন অভিনেতা বলেছিলেন তিনি।

অন্যদিকে সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ক্যাপশন শেয়ার করেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। পোস্টে লেখা, 'ইউ ক্যান নট মেক এভরিওয়ান হ্যাপি, ইউ আর নট এ জার অফ নাটেলা'। যাঁর বাংলা করলে দাঁড়ায়, 'তুমি কখনওই সকলকে একসঙ্গে খুশি করতে পারবে না, কারণ তুমি তো নাটেলার কৌটো নও।'

Continues below advertisement
Sponsored Links by Taboola