কলকাতা: দেশে নয়, ছুটি কাটাতে ফের বিদেশ পাড়ি যশ দাশগুপ্ত (Yash Dasgupta) ও নুসরত জাহান (Nusrat Jahan)। ইন্দোনেশিয়ায় পাড়ি দিয়েছেন টলিউডের অন্যতম চর্চিত যুগল। সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন ছুটি কাটানোর টুকরো ভিডিও।
পোশাকে রংমিলান্তি। বিদেশি সকালে উজ্জ্বল হলুদ রঙের টপ ও টি শার্ট পরেছেন যশ ও নুসরত। সেখানে দেখা যাচ্ছে, ছায়াঘেরা কটেজের ইতিউতি ঘুরে বেড়াচ্ছেন নুসরত ও যশ। নায়িকার হাতে ক্যামেরা। তার প্রথমেই গিয়ে থামছেন একটি বনবেড়ালের খাঁচার কাছে। ইন্দোনেশিয়ার বিখ্যাত লুওয়াক কফি নাকি তৈরি হয় এই বনবিড়ালের মল থেকেই। মলের সঙ্গে কফির দানা নিঃসৃত করে এই জীবটি। এরপর সেই দানাকে বাছাই করে প্রথমে শুকনো কড়াইতে ভেজে ফেলা হয়। তারপর তাকে কাঠের হামানদিস্তায় গুঁড়িয়ে নেওয়া হয়। এরপর গরম জল সেই গুঁড়োয় মেশালেই কফি তৈরি। ইচ্ছা মতো দিয়ে নেওয়া যায় চিনি বা দুধ। অথবা একেবারে ব্ল্যাক কফিও খাওয়া যেতে পারে। নুসরত আর যশ এই কফি বানানোর গোটা পদ্ধতিটাই করলেন নিজের হাতে। অবশেষে বানিয়ে ফেললেন ৬ রকম কফি। ছায়া ঘেরা কটেজে বসে সেই কফি তারিয়ে তারিয়ে উপভোগ করলেন জুটিতে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সেই ঝলমলে ভিডিও। লিখলেন, 'নিজে নিজের কফি বানিয়ে নেওয়া দারুণ মজার।'