নয়াদিল্লি: ওনিক্রন আতঙ্কের জের। দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল সিনেমা হল, মাল্টিপ্লেক্স। একইসঙ্গে বন্ধ করা হয়েছে ব্যাঙ্কোয়েট হল, স্পা, জিম, মনোরঞ্জন পার্কও।


সম্প্রতি করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও দেশে হু হু করে বাড়ছে ওমিক্রন আতঙ্ক। এই আবহে দিল্লিতে করোনার নয়া প্রজাতির 'হলুদ সতর্কতা' জারি করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সাধারণত পর পর দু'দিন কোভিড পজিটিভিটির হার ০.৫ শতাংশের বেশি থাকলে 'হলুদ' সতর্কতা জারি করা হয়। দিল্লিতে এই মুহূর্তে অনেকটাই বৃদ্ধি  পেয়েছে ওমিক্রন। এই আবহে রাজধানীতে প্রথম পর্যায়ের বিধিনিষেধও জারি করছে কেজরিওয়াল সরকার। 


আরও পড়ুন: Salman Khan Video: খুদে আয়াতের সঙ্গে নাচে মাতলেন সলমন খান, ভাইরাল ভিডিও


এই 'হলুদ নির্দেশিকা' অনুসারে, রাতে কারফু জারি হবে, বন্ধ থাকবে স্কুল ও কলেজ, প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে, মেট্রো-ট্রেন এবং পাবলিক ট্রান্সপোর্টে অর্ধেক যাত্রী নিয়ে চলবে। সেখানেই জানানো হয় যে অনির্দিষ্টকালের জন্য ফের বন্ধ করে দেওয়া হল সিনেমা হল। 


করোনা কাঁটা পেরিয়ে প্রায় বছর দুয়েক পর ফের হলমুখী হতে শুরু করে সিনেপ্রেমীরা। আগামী বছর অজস্র ছবি মুক্তির কথাও ছিল। সেই অনুযায়ীই চলছে প্রস্তুতি। ইতিমধ্যেই সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে শাহিদ কপূরের আগামী ছবি 'জার্সি'-র মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। ৩১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল।


গতকালেই বিভিন্ন সূত্রে জানা যায়, ওমিক্রন যেভাবে চোখ রাঙাচ্ছে, তাতে ফের ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল চালু থাকার ঘোষণা করতে পারে বহু রাজ্য। আর সেই কারণেই ফের মুক্তি স্থগিত হয়ে যেতে পারে বহু বিগ বাজেট ছবির।


জানা যাচ্ছে, ইতিমধ্যেই করোনা পরিস্থিতির কারণে তেলুগু ছবির জগৎ বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। সামনেই মুক্তি পাওয়ার কথা বিগ বাজেট ছবি 'আর আর আর'-এর। এই ছবিতে অভিনয় করেছেন রাম চরন, জুনিয়র এনটিআর, আলিয়া ভট্ট, অজয় দেবগন, শ্রিয়া শরন এবং আরও অনেক তারকা। পরিচালক রাজামৌলির ছবি 'ট্রিপল আর' মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ৭ জানুয়ারি। কিন্তু ওমিক্রনের ক্রমশ বাড়বাড়ন্তের কারণে ছবি মুক্তি নিয়ে সংশয়ে রয়েছেন নির্মাতারা। হতে পারে তাঁরা ছবির মুক্তি এই মুহূর্তে স্থগিতও করে দিতে পারেন।