মুম্বই: বলিউডে অলিখিত নিয়ম, এক পার্টিতে পরা পোশাক কেউ অন্য পার্টিতে পরতে পারবে না। ড্রেস রিপিটের মত গর্হিত অপরাধ পার্টি গোয়ারদের কাছে আর নেই। ফলে প্রত্যেকের ড্রেস অসংখ্য, একইরকম অগুন্তি মানানসই জুতোর সম্ভার।
যে কোনও পেজ থ্রি সেলিব্রিটির দেওয়া পার্টি আর রিলায়েন্স কোম্পানির মালিক মুকেশ অম্বানির পার্টি নিশ্চয় এক নয়। দেশের শ্রেষ্ঠ ধনীর পার্টিতে নিজের সেরাটা পরে যেতে চায় গোটা বলিউড। ব্যতিক্রম নন ঐশ্বর্যা রাই বচ্চনও। অম্বানির পার্টিতে তিনি যে ড্রেস পরেছিলেন তার দাম কত জানেন? ৩,৭৩,৯০৫ টাকা! অর্থাৎ স্রেফ এক সান্ধ্যকালীন পোশাকের জন্য অ্যাশ খরচ করেছেন কড়কড়ে পৌনে চার লাখ টাকা।
ড্রেসটি এক ঝলক দেখে অবশ্য এত দামের কারণ বোঝা যায় না। ৭৫ শতাংশ পলিয়েস্টার আর ১৫ শতাংশ সিল্কের তৈরি হলুদ রঙের এই গাউন সম্ভবত এই একবারই অ্যাশের অঙ্গে ওঠার সৌভাগ্য লাভ করল। এরপরই তা ওয়ার্ডরোবের মহার্ঘ্য সব পোশাকের কোনও এক সারিতে চলে যাবে।
মুকেশ অম্বানির পার্টিতে ঐশ্বর্যা যে পোশাক পরেছিলেন তার দাম কত জানেন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Dec 2017 10:42 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -