মুম্বই:  আমির খানের সঙ্গে 'দঙ্গল' এবং 'সিক্রেট সুপারস্টার' -এ অভিনয় করা ১৭ বছরের জায়রা ওয়াসিম এর মধ্যেই ফিল্ম ইন্ডাস্ট্রির যথেষ্ট পরিচিত মুখের অন্যতম। বলিউডে পা রাখা নবাগতা এই অভিনেত্রী এবার বিমানে শ্লীলতাহানির শিকার হলেন। সেই বীভৎস অভিজ্ঞতার কথা নিজের ইন্সটাগ্রাম ভিডিওয়ে শেয়ার করে কান্নায় ভেঙে পড়েন জায়রা।





সাধারণত এবিপি আনন্দ নিগৃহীতার পরিচয় প্রকাশ করে না। কিন্তু এই খবর জায়রা ওয়াসিম সংক্রান্ত, যিনি বিখ্যাত অভিনেত্রী। উনি নিজের অভিজ্ঞতা ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। তাই আমরা সেই ভিডিওটি তুলে ধরেছি।

জায়রা ভিডিওয়ে জানিয়েছেন, তিনি এয়ার ভিস্তারার বিমানে দিল্লি থেকে মুম্বই আসছিলেন। সেই সময় বিমানের মধ্যে ঘুমিয়ে পড়েন জায়রা। তাঁর পিছনে বসে থাকা এক মধ্যবয়স্ক ব্যক্তি তাঁর শ্লীলতাহানি করার চেষ্টা করেন। আচমকাই তিনি বুঝতে পারেন তাঁর গলার কাছ দিয়ে কেউ হাত বোলাচ্ছে।ঘুম ভাঙতেই ওই ব্যক্তির এই কর্দয কাজটি জায়রা মোবাইলে রেকর্ড করে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু বিমানের মধ্যে সেই সময় হাল্কা আলো জ্বলায়, স্পষ্টভাবে ভিডিওটি ওঠে না, জানিয়েছেন অভিনেত্রী।

তবে বিমান থেকে নামার পরই জায়রা ইন্সটাগ্রামে একটি লাইভ ভিডিও করে নিজের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা শেয়ার করেন। সেই কথা বলতে বলতে একাধিকবার কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় জায়রাকে। তিনি বলেন, এধরনের কার্যকলাপে ভীষণই বিরক্ত অভিনেত্রী। তারপরই তাঁর প্রশ্ন, প্রকাশ্যে মহিলাদের সঙ্গে কি এধরনের আচরণ করা উচিত?

বিমানে ওই ব্যক্তির নোঙরা কাজের একটি স্ক্রিনশট জায়রা ইন্সটাগ্রাম ভিডিওয়ে দিয়েছেন। সেখানেই দেখা যাচ্ছে জায়রার পায়ে হাত দিয়ে, তাঁকে অশালীন ভাবে ছোঁয়ার চেষ্টা করছে ওই ব্যক্তি। ওই ঘটনার একাধিক ছবি জায়রা তাঁর ইন্সটাগ্রামে শেয়ারও করেছেন। তবে শুধু ওই ব্যক্তির ওপরই রাগপ্রকাশ করেননি জায়রা, তিনি এয়ার ভিস্তারার ক্রিউ সদস্যদের ওপরও ক্ষুব্ধ, তাঁকে সামান্য সাহায্য না করার জন্যে সেই সময়। উড়ানসংস্থা কেন অভিযুক্তের নাম প্রকাশ্যে আনছে না? প্রশ্ন ক্ষুব্ধ মহিলা কমিশনের। মহারাষ্ট্রের ডিজিকে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, সাফাই উড়ানসংস্থার।





 


পুরো ঘটনাটি স্ক্রিনশট করে সকলকে জানিয়েছে জায়রা......