নয়াদিল্লি: ২৪ সেপ্টেম্বর চার হাত এক হয়েছে অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাজনীতিক রাঘব চাড্ডা (Raghav Chadha)। আর অভিনেত্রী-গায়িকা স্ত্রীয়ের থেকে স্বামীর জন্য সেরা উপহার কী হতে পারে? ঠিকই ধরেছেন। নিজের গলায় বরের জন্য বিশেষ গান বাঁধলেন পরিণীতি। বিয়ে করতে এলেন সেই গানের তালে পা মিলিয়ে। এদিন একটি ভিডিও পোস্ট করলেন রাঘব চাড্ডা, সেখানেই শোনা গেল গানটি। 


রাঘব ও পরিণীতির বিয়ের নতুন ভিডিও প্রকাশ্যে


এদিন ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'আমার স্বামীর জন্য... আমার গাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ গান... তোমার দিকে হাঁটতে হাঁটতে, বরযাত্রীর থেকে লুকিয়ে, এই কথাগুলো গাইতে গাইতে... আর কীই বা বলব... ও পিয়া, চল চলে আ...।' বিয়ের দিনের মজার মুহূর্তের কোলাজ করা একটি ভিডিওয় এই গানের উল্লেখ করা হয়। একই ভিডিও পোস্ট করেন রাঘব চাড্ডাও। লেখেন, 'আমি কখনও ভাবিনি যে আমি এমন কোনও উপহার পেতে পারি, কিন্তু মনে হচ্ছে আমার গায়িকা স্ত্রী আমাকে সারপ্রাইজ দিতে খুবই ভালবাসে। আমি সত্যিই আপ্লুত... তোমার কণ্ঠ এখন আমার জীবনের... আমাদের জীবনের সাউন্ডট্র্যাক হয়ে গেছে... ধন্যবাদ মিসেস চাড্ডা। আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান পুরুষ কারণ আমি তোমাকে পাশে পেয়েছি।'


 






ভিডিওয় সহাস্য মুখের এক কনের দেখা মিলবে। বরবেশে রাঘবকে মণ্ডপে প্রবেশ করতে দেখে যে শিশুসুলভ ঢঙে 'রাঘব' বলে চেঁচিয়ে ডেকেই লুকিয়ে পড়তে পারে বরযাত্রীর আড়ালে। বিয়ের আগে শোনা গিয়েছিল 'পরিণীতি সবচেয়ে ঠান্ডা মাথার কনে'। এদিনের ভিডিওতেও মিলল সেই ঝলকই। নিজের বিশেষ দিনের প্রত্যেক মুহূর্ত যে প্রাণভরে উপভোগ করেছেন অভিনেত্রী তা স্পষ্ট। 


আরও পড়ুন: Jawan: 'গদর ২'কে পিছনে ফেলল শাহরুখের 'জওয়ান', হিন্দি ছবির আয়ের নিরিখে সর্বকালের সেরা অ্যাটলির ছবি


ভিডিওর কণ্ঠকে বলতে শোনা যায়, 'এটি শ্রী রাঘব ও শ্রীমতি পরিণীতির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই দিনের জন্য পরিণীতি একটি নতুন গান রেকর্ড করেছেন।' এরপর তাঁদের বিয়ের কয়েক ঝলক দেখা যায়। রাঘব-পরিণীতির বিয়েতে হাজির ছিলেন একাধিক ভিভিআইপিরা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে টেনিস তারকা সানিয়া মির্জা, ছিলেন অনেকেই। আর তাঁদের এই বিশেষ দিনের জন্য 'ও পিয়া' রেকর্ড করেন অভিনেত্রী। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial