নয়াদিল্লি: গতকালই খবর মিলেছিল যে শাহরুখ খানের (Shah Rukh Khan) 'পাঠান'কে (Pathaan) বক্স অফিস (Box Office Collection) সাফল্যে পিছনে ফেলেছে সানি দেওলের (Sunny Deol) 'গদর ২' (Gadar 2)। কিন্তু ঠিক তারপর দিনই নিজের রেকর্ডই ভেঙে ফেললেন শাহরুখ খান। আবার শীর্ষে উঠল তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'জওয়ান'। সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবির তালিকায় শীর্ষে এখন অ্যাটলি পরিচালিত 'জওয়ান' (Jawan)।


নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ খান


গতকালই বলিউডে সর্বোচ্চ আয় করা ছবি হিসেবে 'পাঠান'কে টপকে যায় 'গদর ২'। আয়ের পরিমাণ ৫২৪.৭৫ কোটি টাকা। তবে সেই রেকর্ড ফের ভাঙল শাহরুখ খানেরই ছবি 'জওয়ান'। অ্যাটলি পরিচালিত এই ছবি এবার শীর্ষে পৌঁছল সর্বোচ্চ আয় করা হিন্দি ছবির তালিকায়। 'গদর ২' মুক্তির প্রায় এক মাস পর প্রেক্ষাগৃহে এসেছে 'জওয়ান'।


ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের মতে, ভারতে শাহরুখ খানের 'জওয়ান'-এর আয় ছাপিয়ে গেল 'গদর ২' ও 'পাঠান'-এর হিন্দি সংস্করণকে। 'জওয়ান' এখন ভারতের সর্বোচ্চ আয় করা হিন্দি ছবি। এই তালিকায় প্রথম তিনটি ছবির মধ্যে দুটোই শাহরুখ খানের। প্রথমে 'জওয়ান' ও তৃতীয় নম্বরে 'পাঠান'। 


তৃতীয় সপ্তাহে শুক্রবার ৭.১০ কোটি টাকা আয় করেছে 'জওয়ান', শনিবার আয় হয়েছে ১১.৫ কোটি টাকা, রবিবার আয় হয়েছে ১৩.৯ কোটি টাকা, সোমবার হয়েছে ৪.৯ কোটি টাকা, মঙ্গলবার হয়েছে ৪.৪ কোটি টাকা, বুধবার হয়েছে ৪.৪৫ কোটি টাকা ও বৃহস্পতিবার হয়েছে ৫.৮১ কোটি টাকা আয়। অর্থাৎ তৃতীয় সপ্তাহে এই ছবির মোট আয়ের পরিমাণ ৫২৫.৫ কোটি টাকা। অপর একটি পোস্টে 'জওয়ান' ছবি এই দেশে সব ভাষা মিলিয়ে কত আয় করেছে তাও জানিয়েছেন তরণ আদর্শ। তামিল ও তেলুগু ভাষা মিলিয়ে, প্রথম সপ্তাহে আয় ৪৩.৩৫ কোটি টাকা, দ্বিতীয় সপ্তাহে ১১.৬০ কোটি টাকা ও তৃতীয় সপ্তাহে আয় হয়েছে ৩.৮৭ কোটি টাকা। অর্থাৎ তিন সপ্তাহ মিলিয়ে তামিল ও তেলুগুতে মোট আয় ৫৮.৮২ কোটি টাকা। 


 






অ্যাটলির সহ-রচনা ও পরিচালনায়, গৌরী খান ও গৌরব ভার্মার 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট' প্রযোজিত, শাহরুখ খান অভিনীত 'জওয়ান' বিশ্বজুড়ে তিনটি ভাষায় মুক্তি পায় ৭ সেপ্টেম্বর। শাহরুখ খানকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যায়। বাবা বিক্রম রাঠৌর ও ছেলে আজাদ, দুই ভূমিকাতেই মন জয় করেছেন তিনি। ছবিতে  পুলিশ অফিসার ও নায়িকার চরিত্রে দেখা গেছে নয়নতারাকে। খলনায়কের চরিত্রে নজর কেড়েছেন বিজয় সেতুপতি। এছাড়া ক্যামিও চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্তকে। এছাড়া অভিনয় করেছেন সানিয়া মলহোত্র, প্রিয়মণির মতো অভিনেত্রীরা। 


আরও পড়ুন: Sudipta on Binodini: নাচ, গানের সুযোগ.. এত বড় ক্যানভাসে বিনোদিনীর মতো চরিত্রকে ফুটিয়ে তোলার সুযোগ আমার কাছে বড় পাওয়া: সুদীপ্তা


'পাঠান' ও 'জওয়ান'-এর বিপুল সাফল্যের সঙ্গে শাহরুখ খান হয়ে উঠেছেন হিন্দি ছবির একমাত্র অভিনেতা যিনি একই বছরে দু-দুটি 'টপ গ্রসিং' ছবি দিয়েছেন। দর্শক এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন বড়দিনের। এই বছরের বড়দিনেই মুক্তি পাচ্ছে ২০২৩ সালে শাহরুখ খানের তৃতীয় ছবি 'ডাঙ্কি'। রাজকুমার হিরানির সঙ্গে এই প্রথমবার জুটি বেঁধেছেন কিং খান। সেই সময়েই মুক্তি পাবে প্রভাসের 'সালার'ও। ফলে বক্স অফিসের লড়াইয়ে কে থাকবেন এগিয়ে সেটাও দেখার বিষয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial