নয়াদিল্লি: খুব শীঘ্রই বাবা হতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিড স্টার জাহির খান। তাঁর স্ত্রী অভিনেত্রী সাগরিকা ঘাটগে অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। আইপিএলের কারণে স্বামী-স্ত্রী দুজনেই সংযুক্ত আরব আমিরশাহিতে মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে রয়েছেন। যদিও জাহির বা সাগরিকা এই সুসংবাদ তাঁদের অনুরাগীদের এখনও পর্যন্ত জানাননি। কিন্তু সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সাগরিকা অন্তঃসত্ত্বা। প্রতিবেদন অনুসারে, সাগরিকা ও জাহিরের বন্ধুবান্ধবরা এ কথা জানিয়েছেন যে, এই তারকা দম্পতির ঘরে শীঘ্রই নতুন অতিথি আসতে চলেছে। সদ্যই মুম্বই ইন্ডিয়ান্স জাহির খানের জন্মদিন পালন করেছিল। সেই সময় সাগরিকাকে কালো পোশাকে দেখা গিয়েছিল।
ত্রয়োদশ আইপিএল শুরুর ঠিক আগে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা অনুরাগীদের সুখবর জানিয়েছিলেন। অনুষ্কা জানিয়েছিলেন, আগামী বছরের জানুয়ারিতেই তিনি সন্তানের জন্ম দিতে চলেছেন। আইপিএলের জন্য অনুষ্কাও এখন কোহলির সঙ্গে আমিরশাহিতে রয়েছেন।
জাহির ও সাগরিকা অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। জাহিরের জন্মদিনে সাগরিকা একটি আবেগপূর্ণ পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। ‘আমার সবচেয়ে সেরা বন্ধু, ভালোবাসা ও সবার চেয়ে নিঃস্বার্থ ব্যক্তি’ হিসেবে অভিহিত করে জাহিরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন সাগরিকা।
শীঘ্রই জাহির খানের পরিবারে আসছে নতুন অতিথি, অন্তঃসত্ত্বা সাগরিকা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Oct 2020 04:47 PM (IST)
প্রতিবেদন অনুসারে, সাগরিকা ও জাহিরের বন্ধুবান্ধবরা এ কথা জানিয়েছেন যে, এই তারকা দম্পতির ঘরে শীঘ্রই নতুন অতিথি আসতে চলেছে।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -