এক দশকের প্রেম, নেহা কক্কর নয়, বান্ধবী শ্বেতাকে বিয়ে করতে চলেছেন আদিত্য নারায়ণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Oct 2020 01:11 PM (IST)
নেহা কক্করের পথেই হাঁটলেন আদিত্য নারায়ণ। সোশ্যাল মিডিয়ায় জানালেন, দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা আগরওয়ালের সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। ১০ বছর আগে প্রথম 'শাপিত' এর সেটে আলাপ হয়েছিল তাঁদের।
মুম্বই: নেহা কক্করের পথেই হাঁটলেন আদিত্য নারায়ণ। সোশ্যাল মিডিয়ায় জানালেন, দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা আগরওয়ালের সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। ১০ বছর আগে প্রথম 'শাপিত' এর সেটে আলাপ হয়েছিল তাঁদের। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আদিত্য জানান, তিনি সংসারী হওয়ার কথা ভাবছেন। ইন্ডিয়ান আইডল-এর শ্যুটিং চলাকালীন নেহা কক্কর ও আদিত্যের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। তাঁদের বিয়ের চর্চাও চলেছিল ইন্ডাস্ট্রিতে। কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে সম্প্রতি নিজের সম্পর্কের কথা ঘোষণা করেছেন নেহা কক্কর। অভিনেতা, গায়ক রোহনপ্রীতের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে একই ছবি পোস্ট করে নিজেদের প্রেমের কথা স্বীকার করে নেন তাঁরা। এরপর সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে আদিত্য বলেন, 'আমি ও শ্বেতা চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বর মাসে বিয়ে করার পরিকল্পনা করছি। আমাদের প্রথম 'শাপিত' এর সেটে আলাপ হয়। সময়ের সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারি শ্বেতাকে আমি ভালোবেসে ফেলছি। শ্বেতা প্রথমে কেবল বন্ধুই থাকতে চেয়েছিল। আমরা তখন অনেকটা ছোট ছিলাম,কেরিয়ারেও তেমনভাবে পা জমাতে পারিনি। আমাদের ১০ বছরের সম্পর্ক অনেক খারাপ-ভালো সময় দেখেছে। আমার বাবা-মা ও শ্বেতাকে খুব পছন্দ করেন। আশা করি আমরা খুব ভালো জীবনসঙ্গী হব।' আদিত্য আরও বলেন, 'কিছুদিন আগেই রাস্তার মধ্যে আমাদের মধ্যে সমস্যা হয়েছিল। সবাই ভেবেছিল আমাদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। তারপর শ্বেতার সঙ্গে বেরনো খুব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল আমাদের জন্য। বিয়ে কোনও সাময়িক সিদ্ধান্ত নয় তাই আমরা অপেক্ষা করেছিলাম। প্রায় এক দশক পর আমরা এই সিদ্ধান্ত নিলাম।'