কলকাতা:  ভিকি কৌশল (Vicky Kaushal) ও সারা আলি খান (Sara Ali Khan) অভিনীত 'জরা হটকে জরা বঁচকে' (Zara Hatke Zara Bachke) বেশ ভালই ব্যবসা করছে বক্স অফিসে। ধীর গতিতে শুরু করলেও লক্ষ্মণ উতেকরের রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবির ব্যবসা বাড়তে থাকে সপ্তাহান্তে। নয় দিনের পর কোথায় দাঁড়িয়ে ছবির ব্যবসা (Box Office Collection)?


আরও পড়ুন...


Mango Ice Cream: শেষপাতে সুস্বাদু ডেজার্ট, আম দিয়ে চটজলদি বাড়িতেই তৈরি আইসক্রিম


'জরা হটকে জরা বঁচকে' ছবির বক্স অফিস কালেকশন


গত শুক্রবার মুক্তি পেয়েছে 'জরা হটকে জরা বঁচকে'। এক সপ্তাহ পর অর্থাৎ ৯ দিনের মাথায় এই ছবির মোট ব্যবসা ৪৬.৫৩ কোটি। এক সপ্তাহ টানা ভাল ব্যবসা করার পর খানিক ধীর হয়েছে ছবির গতি। এখন দ্বিতীয় সপ্তাহান্তে এই ছবি কীরকম ব্যবসা করে সেটাই দেখার। 


ভিকি কৌশল ও সারা আলি খানের একসঙ্গে প্রথম ছবি সপ্তম দিনে ৩.২৫ কোটি টাকার ব্যবসা করেছে এবং অষ্টম দিনে ৩ কোটি টাকার ব্যবসা করেছে। 




ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ পোস্ট করে জানিয়েছেন ছবির অষ্টম দিনের ব্যবসা। ক্যাপশনে লেখেন, ''জরা হটকে জরা বঁচকে' দ্বিতীয় শুক্রবারেও অটল থেকেছে... সপ্তাহান্তে খানিক ঊর্ধ্বমুখী ব্যবসা আশা করা যায়, রবিবার রাতের মধ্যে ৫০ কোটির গণ্ডি ছোঁওয়ার আশা রাখা যায়, যদি ধারা অব্যাহত থাকে... দ্বিতীয় সপ্তাহের শুক্রবার ৩.৪২ কোটি আয় যা বৃহস্পতিবারের ৩.২৪ কোটি টাকার থেকে ভাল। 

 

প্রসঙ্গত, 'জরা হটকে জরা বঁচকে' খানিক হালকা কমেডি ঘরানার ছবি। পয়সা উসুল এই ছবির গান এবং দুই তারকার উপস্থিতিই মূলত দর্শককে হলমুখী করছে বলে মতামত ফিল্ম সমালোচকদের। নিজের বাড়ি কেনার জন্য মধ্যবিত্ত কোনও পরিবার কতটা দূর পর্যন্ত যেতে পারে, কী কী পদক্ষেপ নিতে পারে সেই নিয়েই এই গল্প। সৌম্য ও কপিলের এই গল্প প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ২ জুন। 

 

[tw]


[/tw]