তৃণমূল নেতা বাসির মোল্লার জেল হেফাজত

তৃণমূল নেতা বাসির মোল্লার জেল হেফাজত। পিস্তল-সহ ধৃত তৃণমূল নেতার জেল হেফাজতের নির্দেশ বহরমপুর আদালতের। ধৃত তৃণমূলের অঞ্চল সভাপতির থেকে উদ্ধার একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গুলি। ২৫ (১-বি) অস্ত্র আইনে ধৃত তৃণমূল নেতা বাসির মোল্লার বিরুদ্ধে মামলা রুজু। শুনানির সময় ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজির ছিলেন না সরকারপক্ষের আইনজীবী। শুনানির সময় পুলিশের পক্ষ থেকে পেশ করা হয়নি কোনও আবেদন, খবর বহরমপুর আদালত সূত্রে। অভিযুক্ত পক্ষের জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ আদালতের। 

মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে পোস্টার

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার আগে, উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে পোস্টার দিল অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের। সঙ্ঘাধিপতি ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর জানিয়েছেন, আজ অভিষেক ঠাকুরবাড়ি থেকে ঘুরে যাওয়ার পর, গোবর জল দিয়ে এলাকা শোধন করা হবে। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের দাবি, মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুর সম্পর্কে অপমানজনক মন্তব্য করেও ক্ষমা চাননি মুখ্যমন্ত্রী। তার প্রতিবাদ জানাতেই এই পোস্টার। 

সাতসকালে নিউটাউনের পেঁচার মোড়ে বড়সড় দুর্ঘটনা

সাতসকালে নিউটাউনের পেঁচার মোড়ে বড়সড় দুর্ঘটনা। ৩টি গাড়ির রেষারেষিতে মোটরবাইকে ধাক্কা মারে একটি গাড়ি। আহত হন বাইক চালক-সহ ২। এদের মধ্যে বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ভোর সোয়া ৫টা নাগাদ দুর্ঘটনা ঘটে। নিউটাউনের নারকেল বাগান থেকে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় ৩টি গাড়ির রেষারেষি চলছিল। একটি গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাইক, মিনিডোর ও আরেকটি গাড়িকে ধাক্কা মারে। বাইক সমেত চালক গাড়ির তলায় ঢুকে যান। ২টি গাড়ির চালক আটক হলেও, তৃতীয় গাড়ির চালক পলাতক। তাঁর সন্ধান চালাচ্ছে ইকো পার্ক থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় স্পিড ব্রেকার না থাকায় বেপরোয়াভাবে যান চলাচল করে। সেই কারণেই দুর্ঘটনা।

অশোকনগরে তৃণমূলে বড়সড় ভাঙন

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার আগে উত্তর ২৪ পরগনার অশোকনগরে তৃণমূলে বড়সড় ভাঙন। শাসকদল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, প্রাক্তন প্রধান-সহ শতাধিক নেতা, কর্মী। তৃণমূলত্যাগীদের মধ্যে রয়েছেন হাবড়া ২ নম্বর অঞ্চলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, বাঁশপুল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও যুব তৃণমূলের একাধিক নেতা, কর্মী। শাসকের দুর্নীতি-যোগের প্রতিবাদেই কংগ্রেসে যোগদান, দাবি তৃণমূলত্যাগীদের। অন্যদিকে, কংগ্রেসের অভিযোগ, সুষ্ঠু ও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন আটকানোর চেষ্টা করছে তৃণমূল। দলবিরোধী কাজের জন্য আগেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় দলত্যাগ, পাল্টা দাবি তৃণমূলের।

ঠাকুরনগরে ঠাকুর বাড়ির নাটমন্দিরে রাজ্য পুলিশ

অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে ঠাকুরনগরে ঠাকুর বাড়ির নাটমন্দিরে রাজ্য পুলিশ। বাড়িতে পুলিশ কেন? প্রশ্ন তুলে পুলিশ কর্মীদের সরিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।