কলকাতা: বলিউড অভিনেত্রী জ়ারিন খানের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল শিয়ালদা আদালত। ২০১৮ সালে ১২ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েও ৬টি অনুষ্ঠানে না থাকার অভিযোগে জারি হয়েছে এই গ্রেফতারি পরোয়ানা। ২০১৮ সালে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় কালীপুজোর ৬টি অনুষ্ঠানে না থাকার অভিযোগ উঠেছে বলি অভিনেত্রীর বিরুদ্ধে। নারকেলডাঙা থানায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় চার্জশিট পেশ করেছে নারকেলডাঙা থানার পুলিশ। জ়ারিন খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।


২০১৮ সালের কালীপুজোর সময় কলকাতা ও উত্তর ২৪ পরগনার ৬টি অনুষ্ঠানে না থাকার অভিযোগে জ়ারিন খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ২০১৮ সালে, জ়ারিন খানের সঙ্গে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির একটি মোটা অঙ্কের চুক্তি হয়। অঙ্কটা ছিল- ১২ লাখ। সেইসঙ্গে অভিনেত্রীর যাতায়াত খরচও বহন করার কথা ছিল ওই সংস্থার। সেই মর্মে, নির্দিষ্ট দিনে জ়ারিন খানকে টাকা পাঠানো হয়েছিল বলেই ওই সংস্থার দাবি। তবে সেই টাকা নিয়েও, নির্দিষ্টি দিনে ৬টির মধ্যে একটি অনুষ্ঠানেও এসে উপস্থিত হননি জ়ারিন।


ওই সংস্থার আরও অভিযোগ, নির্দিষ্ট দিনে উপস্থিত না থাকার কারণ তাঁরা জানার চেষ্টা করেছিলেন। কিন্তু জ়ারিন তো কোনও উত্তর দেননি বটেই, উল্টে বিভিন্ন তরফ থেকে, এমনকি মাফিয়াদের তরফ থেকেও হুমকি দেওয়া হচ্ছে। ওই কোম্পানি নারকেলডাঙা পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। দীর্ঘদিন ধকে এই মামলা চলছিল ও আজ পুলিশ চার্জশীট পেশ করে। 


এর আগে জ়ারিন খানকে এই মামলায় নোটিস পাঠানো হয়েছিল ও তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়। এরপরে, ৩ দিন আগে শিয়ালদা আদালতের তরফে এই মামলায় একটি অর্ডার দেওয়া হয়েছে। সেখানে নাম রয়েছে জ়ারিন খান ও তাঁর প্রাক্তন ম্যানেজারের। তবে জ়ারিনের প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা যায়নি। তিনি অন্তবর্তীকালীন জামিনে রয়েছেন। এবিষয় নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। এবিষয়ে জ়ারিনেরও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 


ওই সংস্থার দাবি, জ়ারিন খান এই অনুষ্ঠানে আসতে যে কেবল রাজি হয়েছিলেন তা নয়, তিনি ভিডিওবার্তার মাধ্যমে জানিয়েছিলেন যে তিনি পারিশ্রমিক পেয়ে গিয়েছেন। আর তাই তিনি অনুষ্ঠানে থাকছেন। সেইমতো যাবতীয় আয়োজনও করা হয়েছিল। তবে শেষমেষ অনুষ্ঠানে এসে পৌঁছননি জ়ারিন। 


 



আরও পড়ুন: Gaurav-Riddhima: শুভেচ্ছার বন্যায় ভাসছেন গৌরব-ঋদ্ধিমা, কী নাম রাখলেন নবজাতকের?