কলকাতা: তিনিই প্রথম ইঙ্গিত করেছিলেন ধারাবাহিক শেষ হওয়ার। আবার তিনিও প্রথম সোশ্যাল মিডিয়াতে সরাসরি জানিয়েছিলেন, শেষ হতে চলেছে ধারাবাহিক 'বালিঝড়' (Balijhor)। মাত্র ২ মাসেই শেষ হল তৃণা সাহা (Trina Saha)-র ঝোরা হওয়ার সফর। শেষ হল মহার্ঘ্য আর স্রোতের ঠাণ্ডা লড়াই-ও। ধারাবাহিক শেষের উদযাপন হল মেক আপ রুমে, কেক কেটে। 


আগামীকাল থেকে শুরু হচ্ছে ধারাবাহিক রামপ্রসাদ। 'বালিঝড়'-এর স্লটেই সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। অনেকদিন থেকেই টিআরপি কম হয়ে গিয়েছিল এই ধারাবাহিকের। আর তাই কি 'বালিঝড়' বন্ধ হল? সেই নিয়ে অবশ্য মুখ খোলেননি কেউই। কেবল সোশ্যাল মিডিয়ায় সেট থেকে শেষ দিনের টুকরো টুকরো ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। 


ঝোরার পোশাকেই হাজির ছিলেন তৃণা। সবাই মিলে কাটা হয় কেক। তৃণা সেই ভিডিও শেয়ার করে লেখেন, 'এই সফরটা সত্যিই বড্ড ছোট ছিল। কিন্তু বড় ভালবাসা ছিল, উষ্ণতা ছিল। এত ছোট্ট সময়ে, সবাইকে এত ভালবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ শেষ এপিসোড সম্প্রচারিত হবে। সেটা মিস কোরো না কেউ।'


ভিডিওতে ধর পরে পর্দার বাইরের বন্ধুত্বের সমীকরণ। একসঙ্গে কেক কাটলেন ইন্দ্রাশিস রায় (Indrasish Roy) এবং কৌশিক রায় (Kaushik Roy)। মনখারাপি ভিডিওটি শেয়ার করে তৃণা লিখেছেন, 'বালিঝড়-কে বিদায়'। অনেকেই তৃণার শেয়ার করা এই ভিডিওতে মনখারাপের কথা লিখেছেন। রামপ্রসাদের সময় ঘোষণা হওয়ার পর থেকেই অনেকেই উদ্বিগ্ন ছিলেন 'বালিঝড়' নিয়ে। সেই ভয়কে সত্যি করে সত্যিই শেষ হল 'বালিঝড়'।


আগামী ১৭ এপ্রিল থেকে সন্ধে ৬টায় স্টার জলসার পর্দায় দেখা যাবে এই ধারাবাহিকটি। 'সংসারে থেকেও মা কালী'র আরাধনা যে সম্ভব, তাঁকে ছাড়া যে সংসার ধর্মও করা সম্ভব নয়, সেই বার্তাই পৌঁছে দেবে এই ধারাবাহিক।  মা কালীর ভূমিকায় দেখা যাবে পায়েল দে-কে। রামপ্রসাদের ভূমিকায় দেখা যাবে সব্যসাচী চৌধুরীকে। 'রামপ্রসাদ' হয়েই দীর্ঘদিন পরে ছোটপর্দায় ফিরছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। তাঁর বিপরীতে অভিনেত্রী সুস্মিলি আচার্য (Sushmili Acharya)-কে। 


আরও পড়ুন: Lara Dutta: প্রিয়ঙ্কা আর আমার কেরিয়ারকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা ছিল: লারা